দু’জনের শরীরে COVID, কোয়ারানটিনে বাইপাসের ধারে বস্তি! – এই সময়

কলকাতা নিউজ
প্রতীকী ছবি
হাইলাইটস

  • বাইপাস সংলগ্ন এই ১০৯ ওয়ার্ড পূর্ব যাদবপুর ও পঞ্চসায়রের অধীনে রয়েছে।
  • শহিদ স্মৃতি কলোনি মূলত পঞ্চসায়র থানার অধীনে।
এই সময় ডিজিটাল ডেস্ক: দু’জনের শরীরে করোনার উপসর্গ পাওয়া গিয়েছিল। আর তার জেরেই কোয়ারানটিনে পাঠানো হল ১৫০০ মানুষকে। ঘটনা ই এম বাইপাসের ধারে কলকাতা পুরসভার ১০৯ ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনির। গতকাল থেকেই এলাকায় টহল দিচ্ছে পুলিশ। সূত্রের খবর, ওই এলাকার বহু বাসিন্দা বাইপাস-সহ দক্ষিণ কলকাতা বিভিন্ন এলাকায় পরিচারিকার কাজ করেন।

এছাড়াও কাজের তাগিদে দুই ২৪ পরগনাতেই যাতায়াত ছিল বাসিন্দাদের। ঘিঞ্জি কলোনিতে প্রায় ৮০০ ছোট ছোট ঘর রয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, লকডাউনের পরও এখানে সামাজিক দূরত্ব বিধি পালন করা হয়নি। আপাতত বাইপাস সংলগ্ন ওই কলোনির যাতায়াত সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। কোয়ারানটিনে পাঠানো হয়েছে প্রায় ১৫০০ জনকে।

করোনায় আক্রান্ত বাংলা LIVE: কলকাতার পরিস্থিতি উদ্বেগজনক, দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের

বাইপাস সংলগ্ন এই ওয়ার্ড পূর্ব যাদবপুর ও পঞ্চসায়রের অধীনে রয়েছে। শহিদ স্মৃতি কলোনি মূলত পঞ্চসায়র থানার অধীনে। এলাকায় কড়া নজর রাখছে পুলিশ।

Source: https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/residents-of-kolkata-slum-from-ward-109-sent-to-quarantine/articleshow/75247555.cms