Calcutta High Court: ‘বেআইনিভাবে চাকরি পেয়েছেন জানলে নিয়োগ বাতিল’ হুঁশিয়ারি আদালতের – ABP Ananda

কলকাতা নিউজ

কলকাতা: ‘বেআইনিভাবে চাকরি পেয়েছেন জানলে নিয়োগ বাতিল করবে আদালত (Calcutta High Court)।’ শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় হুঁশিয়ারি হাইকোর্টের। পর্ষদকে ১৩৯জনের নম্বর মিলিয়ে দেখার নির্দেশ বিচারপতি। ‘অভিযোগ প্রমাণিত হলে ৩০ হাজার চাকরি প্রশ্নের মুখে পড়বে’। ২০১৬-র প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় মন্তব্য বিচারপতির।                                            

বেআইনি নিয়োগে চাকরি বাতিলের হুঁশিয়ারি: ২০১৬-র প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলার শুনানি ছিল এদিন। ২০১৪ সালে পরীক্ষা হয়। নিয়োগ হয় ২০১৬ সালে। ‘মৌখিক পরীক্ষা, অ্যাপটিচিউড টেস্ট ছাড়়াই বেশি নম্বর’। টেটে নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা চাকরিপ্রার্থীদের। প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তাতে প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই প্যানেল প্রকাশ হয়নি। অন্যদিকে, মামলাকারীরা ১৩৯ জনের একটি তালিকা প্রস্তুত করেন, যাঁদের নম্বর মামলাকারীদের থেকে বেশি। আদৌ নম্বর মিলছে কিনা পর্ষদকে খতিয়ে দেখতে নির্দেশ হাইকোর্টের। দুই ২৪ পরগনা, উঃ দিনাজপুরে অযোগ্যদের চাকরি পাওয়ার অভিযোগে মামলা। ১০ জানুয়ারি ফের হাইকোর্টে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি। 

এদিকে  দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর আদালতের নির্দেশে কিছুটা আশার আলো দেখতে পেয়েছিলেন। কিন্তু, আবার তা ঢেকেছে অনিশ্চয়তার অন্ধকারে। চাকরি পাওয়ার যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল, তা মুছে গিয়ে আবার তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। তাই ফের নিয়োগের দাবিতে অনশনে বসতে হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ২০০৯ সালের প্রাথমিকের চাকরিপ্রার্থীদের।

বালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সংসদের জেলা অফিসের সামনে ১৭দিন অবস্থান বিক্ষোভের পর, তাঁদের আমরণ অনশন কর্মসূচি মঙ্গলবার দুদিন পার করল।১৩টা বছর ধরে চাকরির জন্য় অপেক্ষার হতাশা, এই চাকরিপ্রার্থীদের চোখেমুখে স্পষ্ট। ২০০৯ সালে প্রাথমিকে চাকরির পরীক্ষা দিয়েছিলেন এই প্রার্থীরা। ১৩ বছর অপেক্ষার পর, আদালতের নির্দেশে, ১৫ নভেম্বর প্য়ানেল প্রকাশিত হয়। ১৪ দিনের মধ্য়ে নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দেশও দেওয়া হয়। কিন্তু, পর্যাপ্ত শূন্য়পদ না থাকায়, নিয়োগ প্রক্রিয়া এগোয়নি। অনশনরত এই প্রার্থীদের দাবি, তাঁরা কেউ নিয়োগপত্র হাতে পাননি। অপেক্ষা করতে করতে প্রার্থীদের অনেকের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে। আদৌ চাকরিটা করতে পারবেন কিনা, সেই আশঙ্কা এখন কুড়ে কুড়ে খাচ্ছে তাঁদের।

আরও পড়ুন: Kunal Ghosh: ‘কাল সবাই সাবধানে বেরোবেন, বিজেপির থেকে দূরে থাকবেন,’ আক্রমণ কুণালের

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMikgFodHRwczovL2JlbmdhbGkuYWJwbGl2ZS5jb20vZGlzdHJpY3QvY2FsY3V0dGEtaGlnaC1jb3VydC13YXJucy1vZi1jYW5jZWxsYXRpb24tb2YtZW1wbG95bWVudC1pZi1mb3VuZC10by1oYXZlLWlsbGVnYWxseS1vYnRhaW5lZC1lbXBsb3ltZW50LTk0MzMwNNIBlgFodHRwczovL2JlbmdhbGkuYWJwbGl2ZS5jb20vZGlzdHJpY3QvY2FsY3V0dGEtaGlnaC1jb3VydC13YXJucy1vZi1jYW5jZWxsYXRpb24tb2YtZW1wbG95bWVudC1pZi1mb3VuZC10by1oYXZlLWlsbGVnYWxseS1vYnRhaW5lZC1lbXBsb3ltZW50LTk0MzMwNC9hbXA?oc=5