বড়দিনে কি কলকাতায় কনকনে ঠান্ডা? কত ডিগ্রি ছোঁবে পারদ? জানিয়ে দিল হাওয়া অফিস – Anandabazar Patrika

কলকাতা নিউজ

কলকাতায় ২৫ ডিসেম্বরের মজা খানিকটা মাটি করতে পারে শীত। সৌজন্যে আবহাওয়ার খামখেয়ালিপনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বড়দিনে এ বার উধাও হতে পারে ঠান্ডা। ফলে শীতের আমেজ মালুম হবে না।

Advertisement

মঙ্গলবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বড়দিনে শীতের কাঁপুনি অনুভূত হবে না শহরে। বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। ফলে পৌষের হাড়হিম ঠান্ডার মজা এ বার বড়দিনে ‘মিস’ করবেন শহরবাসী। কলকাতায় মূলত ডিসেম্বর ও জানুয়ারিতেই শীতকালের উপস্থিতি দেখা যায়। বিশেষ করে ডিসেম্বরের শেষ সপ্তাহে কনকনে ঠান্ডার প্রত্যাশা করে থাকেন শীতপ্রেমীরা। তবে এ বার বড়দিনে সেই ঠান্ডাই উধাও হয়ে যেতে পারে।

আরও পড়ুন:

প্রাথমিকে ৩০ হাজারেরও বেশি জনের চাকরি প্রশ্নের মুখে! নম্বর মিলিয়ে দেখার নির্দেশ বিচারপতির

গরুবোঝাই গাড়ি আটকালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, তৃণমূলের প্রশ্ন, উনি কে?

গরুবোঝাই গাড়ি আটকালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, তৃণমূলের প্রশ্ন, উনি কে?

আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে উত্তুরে হাওয়ার দাপট কমবে আগামী কয়েক দিনে। যার জেরেই শীতল ভাব ফিকে হয়ে যাবে। সে কারণেই পারদ চড়বে। আগামী দু’দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে ২৩ ডিসেম্বর থেকে রাতের তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন:

কুম্ভমেলা নেই, গঙ্গাসাগরে রেকর্ড ভিড়ের আশা, স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর উদ্যোগ

কুম্ভমেলা নেই, গঙ্গাসাগরে রেকর্ড ভিড়ের আশা, স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর উদ্যোগ

পুলিশি হানার দিনেই হাই কোর্টে জিতেন, কম্বলকাণ্ডে রক্ষাকবচ চেয়ে আবেদন বিজেপি নেতার

পুলিশি হানার দিনেই হাই কোর্টে জিতেন, কম্বলকাণ্ডে রক্ষাকবচ চেয়ে আবেদন বিজেপি নেতার

আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদহে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বাকি জেলাগুলিতে। কলকাতায় আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সেই সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে।

Advertisement

এ বছর ডিসেম্বরের মাঝামাঝি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৩ ডিগ্রিতে নেমেছিল। যার জেরে শহরে কনকনে ঠান্ডার আমেজ ছিল। তবে আবার তাপমাত্রা বাড়ায় শীত শীত ভাব খানিকটা ফিকে হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
Twitter এবং
Instagram পেজ)

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihgFodHRwczovL3d3dy5hbmFuZGFiYXphci5jb20vd2VzdC1iZW5nYWwvY2hyaXN0bWFzLXdlYXRoZXItaW4ta29sa2F0YS1wZW9wbGUtd2lsbC1ub3QtZmVlbC1jb2xkLWFzLXRlbXBlcmF0dXJlLXRvLXJpc2UtZGd0bC9jaWQvMTM5MzIwNdIBigFodHRwczovL3d3dy5hbmFuZGFiYXphci5jb20vYW1wL3dlc3QtYmVuZ2FsL2NocmlzdG1hcy13ZWF0aGVyLWluLWtvbGthdGEtcGVvcGxlLXdpbGwtbm90LWZlZWwtY29sZC1hcy10ZW1wZXJhdHVyZS10by1yaXNlLWRndGwvY2lkLzEzOTMyMDU?oc=5