কলকাতা বইমেলার উদ্বোধন হলো – প্রথম আলো

কলকাতা নিউজ

এবার মুখ্যমন্ত্রী মমতার লেখা ছয়টি বই বের হচ্ছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতার প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়াল ১২৮টি।

বইমেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন এই মেলা শুরু হবে দুপুর ১২টায়। শেষ হবে রাত আটটায়।
বইমেলার এবারের ‘থিম কান্ট্রি’ স্পেন।

আজকে কলকাতার এই ৪৬তম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পেনের সংস্কৃতি মন্ত্রণালয়ের মহানির্দেশক মারিয়া খোসে গালবেজ সালভাদর এবং কলকাতার প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আরও ছিলেন ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া বিদাও ডমিনিকা। ছিলেন আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর  দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়সহ কলকাতার বিশিষ্টজনেরা।

এবারের বইমেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া, ইরান, থাইল্যান্ডসহ ২০ দেশের প্রকাশকেরা অংশ নিচ্ছেন। থাইল্যান্ড এবার প্রথম এসেছে কলকাতা বইমেলায়।

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiMWh0dHBzOi8vd3d3LnByb3Rob21hbG8uY29tL3dvcmxkL2luZGlhL2t3b3I2dnYycnXSATtodHRwczovL3d3dy5wcm90aG9tYWxvLmNvbS9hbXAvc3Rvcnkvd29ybGQvaW5kaWEva3dvcjZ2djJydQ?oc=5