সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণহানি নয়!কলকাতা পুলিশের বাড়তি নজরদার – News18 বাংলা

কলকাতা নিউজ

বিদ্যাসাগর সেতুর উপর তারাও নজরদারি চালাবে | এবং মোটরসাইকেল পেট্রোলিং-এর ব্যবস্থা থাকছে | ট্রাফিক পুলিশের তরফেও নজরদারি চালানো হবে | যাতে কেউ গাড়ি থামিয়ে স্টান্ট বা সেলফি তুলতে না পারেন সেদিকে বিশেষ নজর থাকছে কলকাতা পুলিশের |

  • Share this:

#কলকাতা: দ্বিতীয় হুগলি সেতুতে স্টান্ট দেখাতে গিয়ে দুর্ঘটনার জেরে এবার নয়া পদক্ষেপ কলকাতা  পুলিশের |  গঙ্গার উপর দ্বিতীয় হুগলী সেতুর উপর ফেন্সিং বা জাল দিয়ে দুপাশে আটকে  দেওয়ার  চিন্তা ভাবনা করছে  লালবাজার |  পুলিশ সূত্রে খবর, সেতুর উপর থাকছে বাড়তি নজরদারি পুলিশের | এছাড়াও রোজ প্রায় ১০ লক্ষ গাড়ি চলাচল করে | প্রতিদিন গাড়ি থামিয়ে চেক করলে যানজট হবে | তাই হঠাৎ করে পুলিশ  পেট্রোলিং -এর ব্যবস্থা থাকছে|

বিদ্যাসাগর সেতুর উপর তারাও নজরদারি  চালাবে | এবং মোটরসাইকেল পেট্রোলিং-এর ব্যবস্থা থাকছে | ট্রাফিক  পুলিশের তরফেও নজরদারি চালানো হবে | যাতে কেউ গাড়ি থামিয়ে স্টান্ট  বা সেলফি  তুলতে না পারেন সেদিকে বিশেষ নজর থাকছে কলকাতা  পুলিশের | এছাড়াও সিসিটিভি মাধমেও  মনিটরিং  করা হবে | পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন ওই যুবকেরা  একটি ছোটা  হাতির মতো গাড়ি নিয়ে এসেছিল | মিনিট ১০-১৫ মধ্যে ওই ঘটনা ঘটায় | স্বাভাবিক ভাবে সেতুর উপর গাড়ি দাঁড় করানোর নিষেধাজ্ঞা রয়েছে | পুলিশের নজর এড়িয়ে কী করে ওই ছোট ম্যাটাডোর  দাঁড় করিয়ে এই কাণ্ড ঘটাল তা নিয়ে উঠছে প্রশ্ন | আর  সেকারণেই কলকাতা পুলিশের তরফে বিশেষ অতিরিক্ত নিরাপত্তা ও কড়া  নজরদারি ব্যবস্থা করেছে কলকাতা  পুলিশ |য

ঘটনা প্রসঙ্গে  বলা যায় , গত  রবিবার  দুপুর একটা নাগাদ নজরদারি এড়িয়ে সেতু থেকে গঙ্গা তে ঝাঁপ দেন তস্তগির আলম  ও মোহাম্মদ জাকির সর্দার | স্টান্ট দেখাতে গিয়ে এমন কাণ্ড বলে দাবি পুলিশের | একজন যুবককে  উদ্ধার করা গেলেও অপর জনকে উদ্ধার করা সম্ভব  হয়নি | তবে জানা গিয়েছে একটি ভিডিও তৈরি করতে গিয়ে এই ঘটনা | সেখানে কয়েকজন বন্ধু উৎসাহ  দিছে গঙ্গায় ঝাঁপ দেওয়ার জন্য |  এই ভিডিও ভাইরাল  হতেই শিউরে  উঠছেন অনেকেই |  তবে পুলিশের  চোখ  এড়িয়ে ছোটা হাতি গাড়ি থামিয়ে যেভাবে ওই যুবকেরা স্টান্ট এ মত্ত  হয়ে এই বিপদ ডেকে এনেছেন বলে মনে করছেন  সকলেই |  প্রশ্ন হল এরপরও  কি স্টান্টের প্রবণতা কমবে? জীবনকে বাজি রাখা বন্ধ করে  রুখে দেওয়া যাবে মূল্যবান তরতাজা প্রাণ?  সেই উত্তর সময়ই  দেবে |

ARPITA HAZRA

Published by:
Pooja Basu

First published:
February 10, 2021, 8:27 AM IST

পুরো খবর পড়ুন

Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-police-deputes-more-force-in-bridge-to-control-people-movement-pbd-558073.html