দিল্লি হয়ে যাবে না তো কলকাতা? তাপমাত্রা নামতেই ভয়াবহ আকার নিচ্ছে দূষণ – News18 Bangla

কলকাতা নিউজ

• গত বছরের ২৯ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াসে। এ বছর নভেম্বরের শুরুতেই ঊনিশে নেমে গেল কলকাতার পারদ। আগামী কয়েক দিনে আরও নিচে নামবে তাপমাত্রা, অনুমান আবহাওয়াবিদদের। আগামী তিন থেকে চার দিনে ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা ও বাংলায়।

Source: https://bengali.news18.com/photogallery/kolkata/as-temperature-fall-air-pollution-level-is-increasing-in-bengal-sr-522563.html