ছন্দে ফিরছে কলকাতা,কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমে মাত্র ৮ – Kolkata24x7- বাংলা

কলকাতা নিউজ

কলকাতা: শহর কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ফের কমল৷ ১১ থেকে কমে হল মাত্র ৮ এ৷ এর আগে ১৭ থেকে কমে হয়েছিল ১১৷ এক সময় এই সংখ্যাটা ৩৯ এ পৌঁছে গিয়েছিল৷ কলকাতা পুরসভা সূত্রে খবর, কয়েক দিন আগেই শহরে কন্টেইনমেন্ট জোনের সংখ্যাটা ১১ ছিল৷

এই মূহুর্তে সেই সংখ্যাটা আরও কমে মাত্র ৮ এ দাঁড়িয়েছে৷ একনজরে দেখে নিন নতুন তালিকা- কন্টেইনমেন্ট জোনের নতুন তালিকায় কলকাতা পুরসভার তিন নম্বর বোরোতে ২ টি কন্টেইনমেন্ট জোন৷ অর্থাৎ ৩ টি কন্টেইনমেন্ট জোন থেকে কমে ২ টি তে এসেছে৷ সংক্রমিত এলাকা ২ টি হল তিন নম্বর বোরোর ৩১ নম্বর ওয়ার্ডের ৭১/৩ ক্যানাল সার্কুলার রোড৷ এছাড়া ৩৪ নম্বর ওয়ার্ডের ইন্টার বারোয়ারি তলা রোড৷

এর মধ্যে একটি কমপ্লেক্স অপরটি মিক্সড এলাকা৷ কলকাতা পুরসভার চার নম্বর বোরোর ২৭ নম্বর ওয়ার্ডের যুগল কিশোর দাস লেন (আমহার্স্ট স্ট্রিট এলাকা)৷ এখানকার মাল্টিপল প্রেমিসেস এলাকা সংক্রমিত৷ এছাড়া ৯ নম্বর বোরোর ৭৭,৮২ নম্বর ওয়ার্ড ৷ ৭৭ নম্বর ওয়ার্ডের মনসাতলা লেন( খিদিরপুর এলাকা)৷

১,সবজি বাগান লেন৷ এবং চেতলা রোড (১৩বি এবং সি)৷ এর মধ্যে চেতলায় একটি বস্তি এলাকা এবং খিদিরপুরের মিক্সড এলাকা৷ কলকাতা পুরসভার ১৬ নম্বর বোরোর ১২৪ নম্বর ওয়ার্ডের ১৭/৬এ থেকে ৮২/১১ সিস্টার নিবেদিতা রোড৷ এবং বড়বাগান সি৫+ডি৫ বিদ্যাসাগর সরণি ও ২৩/২ সুকান্ত সরণি (বড়িশা এলাকা)৷ মাল্টিপল প্রেমিসেস এলাকা৷ এর আগে কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমে হয়েছিল ১১৷

যার মধ্যে ছিল একটি বস্তি৷ কমপ্লেক্স তিনটি। এছাড়া মাল্টিপল প্রেমিসেস তিনটি৷ এবং মিক্সড এরিয়া ছিল চারটি। প্রসঙ্গত,কলকাতা পুরসভায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ২৯ থেকে নেমে কুড়ি হয়েছিল। গত ২২ অগাস্ট কুড়ি থেকে নেমে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা হয় ১৭ । এবার সেই ১৭ থেকে নেমে একেবারে ১১ এসে দাঁড়াল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। সেটা আরও কমে বর্তমানে মাত্র ৮ এসে দাঁড়িয়েছে৷

যা এক সময় ৩৯ এ পৌঁছে গিয়েছিল৷ অন্যদিকে রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,শুধু কলকাতায় একদিনে ৬৩ জন কমে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ৫ হাজারের নিচে নেমে এসেছে৷ এই প্রথম ৫ হাজারের নিচে নামল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ তথ্য অনুযায়ী,৪,৯৬৯ জন৷

শনিবার এই সংখ্যাটা ছিল ৫,০৩২ জনে৷ এদিনও শহরে একদিনে আক্রান্তের থেকে বেশি সুস্থ হয়ে উঠেছেন৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪২৮ জন৷ কিন্তু সুস্থ হয়ে উঠেছেন ৪৭২ জন৷ অর্থাৎ আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷

তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৩ হাজার ৪৬৪ জন৷ আর মোট আক্রান্ত ৩৯ হাজার ৭১৩ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের৷ শনিবার এই সংখ্যাটা ছিল ১১ জনের৷ সেই তুলনায় একদিনে বাড়ল ৮ জন৷ বৃহস্পতিবার ছিল ১৬ জন৷ সব মিলিয়ে কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,২৮০ জন৷

প্রশ্ন অনেক:ষষ্ঠ পর্ব

নেপোটিজমের লড়াই ওপার বাংলাতেও। কীভাবে সামলাচ্ছেন অভিনেত্রীরা? মুখোমুখি বাংলাদেশের অভিনেত্রী বন্যা মির্জা

[embedded content]

Source: https://www.kolkata24x7.com/kolkata-containmant-zone/