পর পর সাজানো দুধের গ্লাস, লকডাউনে হাসি ফুটল ওদের মুখে! কুর্ণিশ কলকাতা পুলিশ – News18 বাংলা

কলকাতা নিউজ

#কলকাতা: পর পর সাজানো দুধের গ্লাস৷ একে একে এসে সেই গ্লাস হাতে তুলে নিচ্ছে খুদেরা৷ লকডাউন তো বটেই, সাধারণ সময়ে যাদের কাছে গরম গ্লাসের দুধ পাওয়াটা হয়তো নিতান্তই বিলাসিতা৷ কারণ এরা প্রত্যেকেই রেল লাইনের ধারে ঝুপড়ির বাসিন্দা৷ ফলে দু’ বেলা পেট ভরে খাবার পাওয়াটাই তাদের কাছে অনেক৷ তাই চোখের সামনে দুধ ভর্তি গ্লাস দেখে অনেকেরই চোখ যেন একটু চকচক করেই উঠেছিল৷

কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকেই এই একটি ভিডিও ট্যুইট করে এই মানবিক উদ্যোগের কথা জানানো হয়েছে৷ শিয়ালদহ- বজবজ শাখার রেল লাইনের ধারে বসবাসীকারী বেশ কিছু শিশুকে দুধ দেওয়া হয়৷ তবে হ্যাঁ, দুধ পেতে গেলে দুটো শর্ত মানতে হয়েছে খুদেদেরও৷ মুখে থাকতে হবে মাস্ক, আর লাইনে দাঁড়ানোর সময় রাখতে হবে শারীরিক দূরত্ব৷ কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ড এই উদ্য়োগ নিয়েছিল৷

লকডাউনের মধ্যে শহরের প্রান্তিক, অসহায় মানুষের পাশে দাঁড়াতে সচেষ্ট হয়েছে কলকাতা পুলিশ৷ অনেক জায়গাতেই সরবরাহ করা হচ্ছে খাবারের প্যাকেট৷ এমন কি, লকডাউনের ফাঁকা শহরে পথ কুকুরদেরও খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷

লকডাউনে যাতে সাধারণ মানুষ সমস্ত সরকারি বিধিনিষেধ মেনে চলেন, সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে পুলিশকর্মীদের৷ গত এক বছরেরও বেশি সময় ধরে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাঁরা৷ প্রাণও হারিয়েছেন অনেকে৷ তার পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর পাশাপাশি করোনা অতিমারিতে ত্রস্ত শহরের সহায় হয়ে উঠছেন পুলিশকর্মীরাই৷

Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-police-serves-milk-to-slum-dweller-children-dmg-600971.html