Kolkata News: করোনা টিকায় অনীহার জের, বাগবাজারে পড়ে থেকেই নষ্ট ৮০ হাজার ডোজ – ABP Ananda

কলকাতা নিউজ

ঝিলম করঞ্জাই, কলকাতা: করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মাঝেই রাজ্য সরকারের বাগবাজার ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে মেয়াদ ফুরিয়েছে বা ফুরোতে চলেছে প্রায় ৮০ হাজার কোভ্যাক্সিন (COVID Vaccine) ডোজের (COVAXIN)। স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, কোনও ডোজের মেয়াদ ফুরিয়েছে ডিসেম্বরেই। চলতি মাসেও বেশ কিছু ডোজের মেয়াদ উত্তীর্ণ হবে (Kolkata News)। 

বাগবাজার ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে মেয়াদ ফুরিয়েছে বা ফুরোতে চলেছে টিকার

ফের চোখ রাঙাচ্ছে করোনা। ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট BF.7-র হানায়, চিন-সহ বিভিন্ন দেশে ভয়ঙ্কর পরিস্থিতি। এরই মধ্য়ে, ইন্ডিয়ান সার্স-কোভিড-টু-জিনোমিক্স কনসোর্টিয়ামের রিপোর্টে জানা গেছে, আমেরিকায় করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট এক্সবিবি-র কারণে সংক্রমণের যে বাড়বাড়ন্ত সম্প্রতি দেখা গেছে, সেই একই সাব ভ্যারিয়েন্ট ভারতেও তার দাপট দেখাচ্ছে।

দেশে নতুন করে যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন তাঁদের ৬২ শতাংশের বেশি করোনার নতুন সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত। নতুন করে করোনার আতঙ্ক মাথাচাড়া দেওয়ায়, যখন বুস্টার ডোজের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার, তখন কলকাতায় দেখা যাচ্ছে বুস্টার ডোজের পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও, তা নিতে মানুষের মধ্যে অনীহা।

আরও পড়ুন: Babita Sarkar: নম্বর বিতর্ক আরও ঘোরাল! ১৫ লক্ষ টাকা আলাদা রাখুন, ববিতাকে নির্দেশ হাইকোর্টের

পুরসভা সূত্রে খবর, কলকাতায় দেখা যাচ্ছে তৃতীয় ডোজ নিয়েছেন নাম মাত্র কিছু মানুষ। ফলে এক্সপায়ার হয়ে যাচ্ছে হাজার হাজার ভ্য়াকসিন। রাজ্য সরকারের বাগবাজার ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে মেয়াদ ফুরিয়েছে বা ফুরোতে চলেছে প্রায় ৮০ হাজার কোভ্যাক্সিন ডোজের।

স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, কোনও ডোজের মেয়াদ ফুরিয়েছে ডিসেম্বরেই। চলতি মাসেও বেশ কিছু ডোজের মেয়াদ উত্তীর্ণ হবে।এই সমস্ত ডোজের পরিবর্তে ভারত বায়োটেক নতুন টিকা পাঠাবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এ নিয়ে চিকিৎসক অঞ্জন অধিকারীর প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, “টিকা ফেরত যাওয়া, মেয়াদ উত্তীর্ণ হওয়া, সামগ্রিক ব্য়র্থতা। মানুষকে বোঝাতে পারিনি। মানুষকে বুঝতে হবে। টিকা নেওয়াতেই হার্ড ইমিউনিটি। আবার চেষ্টা করা হচ্ছে টিকা দেওয়ার জন্য।”

তৃতীয় ডোজ নিয়েছেন নামমাত্র সংখ্যক মানুষ, জানাল পুরসভা

কলকাতা পুরসভার গত সপ্তাহের দেওয়া তথ্য অনুযায়ী, করোনার প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটির বেশি। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ কোটির কম।
বুস্টার ডোজ নিয়েছেন মাত্র দেড় কোটির কিছু বেশি। এই যাত্রায় এখনও করোনা ভারতে ভয়ঙ্কর চেহারা নেয়নি। কিন্তু, চিকিৎসকদের মতে, সাবধানতার মার নেই।

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMitwFodHRwczovL2JlbmdhbGkuYWJwbGl2ZS5jb20vZGlzdHJpY3Qva29sa2F0YS1iYWdoYmF6YXItYXMtbW9yZS1hbmQtbW9yZS1wZW9wbGUtdW53aWxsaW5nLXRvLXRha2UtYm9vc3Rlci1kb3NlLXNldmVyYWwtdGhvdXNhbmQtb2YtY292YXhpbi12aWFscy1oYXZlLWFscmVhZHktZXhwaXJlZC1vci1hYm91dC10by05NDcxNDbSAbsBaHR0cHM6Ly9iZW5nYWxpLmFicGxpdmUuY29tL2Rpc3RyaWN0L2tvbGthdGEtYmFnaGJhemFyLWFzLW1vcmUtYW5kLW1vcmUtcGVvcGxlLXVud2lsbGluZy10by10YWtlLWJvb3N0ZXItZG9zZS1zZXZlcmFsLXRob3VzYW5kLW9mLWNvdmF4aW4tdmlhbHMtaGF2ZS1hbHJlYWR5LWV4cGlyZWQtb3ItYWJvdXQtdG8tOTQ3MTQ2L2FtcA?oc=5