কলকাতা উৎসবে বাংলাদেশের ৪ ছবি | কালের কণ্ঠ – kalerkantho

কলকাতা নিউজ

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের চারটি ছবি—মো. কাইয়ুমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ (দ্য গোল্ডেন উইংস অব ওয়াটারকক্স), ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’, গৌতম ঘোষের ‘মুজিব ইন ক্যালকাটা’ ও মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। আগামী ১৬ ডিসেম্বর নন্দন ১-এ সন্ধ্যা ৭টায় উৎসবে ‘হাওয়া’ দেখানো হবে। ছবিটি একই দিনে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবেও মুক্তি পাবে। একই মিলনায়তনে সকাল সাড়ে ১১টায় দেখানো হবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

বিজ্ঞাপন

হাওর অঞ্চলের মানুষের জীবনযাত্রা নিয়ে তৈরি ছবিটি ২১ ডিসেম্বর নজরুল তীর্থ ১ মিলনায়তনে বিকেল ৪টায়ও দেখানো হবে।

বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘জেকে ১৯৭১’। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে প্যারিসের আর্লি বিমানবন্দরে পাকিস্তান এয়ারলাইনসের একটি বিমান ছিনতাই করে ফরাসি তরুণ জ্যঁ কুয়ে। পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জীবন রক্ষায় এই কর্ম করে তরুণটি। সেই ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি কলকাতা উৎসবে দেখানো হবে ১৯ ডিসেম্বর বিকেল ৪টায়, নন্দন-২ মিলনায়তনে। পরদিন রবীন্দ্রসদনে বিকেল ৪টায়ও  দেখানো হবে।

ফ্রেন্ডস অব বাংলাদেশ ও বাংলাদেশ দূতাবাসের যৌথ প্রযোজনায় ভারতীয় পরিচালক গৌতম ঘোষ নির্মাণ করেছেন তথ্যচিত্র ‘মুজিব ইন ক্যালকাটা’। ছাত্রজীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কলকাতার জীবন নিয়ে ছবিটি দেখানো হবে ১৭ ডিসেম্বর নন্দন ১-এ, সন্ধ্যা ৭টার শোতে।

কলকাতা উৎসবের এবারের আসর বসবে ১৫ ডিসেম্বর, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। বিকেল ৪টায় কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে হবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা, পরিচালক মহেশ ভাট, অভিনেত্রী জয়া বচ্চন, রানি মুখার্জি, গায়ক কুমার শানু ও অরিজিৎ সিং। থাকবেন টলিউডের একঝাঁক শিল্পী।

এবার ৪২ দেশের ১৮৩টি ছবি দেখানো হবে। এর মধ্যে ১৩০টি ফিচার ফিল্ম, ৫৩টি প্রামাণ্যচিত্র। উৎসবে মরণোত্তর সম্মাননা জানানো হবে প্রয়াত নির্মাতা তরুণ মজুমদার, প্রদীপ মুখার্জি, সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা ও ব্রিটিশ-আইরিশ-আমেরিকান অভিনেত্রী অ্যাঞ্জেলা ল্যান্সবারিকে।

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiR2h0dHBzOi8vd3d3LmthbGVya2FudGhvLmNvbS9wcmludC1lZGl0aW9uL3JhbmdiZXJhbmcvMjAyMi8xMi8xMi8xMjEyMDk50gEA?oc=5