দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমাতে নতুন চিকিত্সা পরিষেবা চালুর সম্ভাবনা কলকাতা মেডিক্যালে | Kolkata Medical is likely to launch a new treatment service to reduce the risk of coronary heart disease for the second time – Zee ২৪ ঘণ্টা

কলকাতা নিউজ

নিজস্ব প্রতিবেদন:  করোনা আক্রান্তদের শরীরে ভাইরাল লোড পরিমাপ করে  সিটি ভ্যালুর পদ্ধতির চিকিৎসা পরিষেবা চালুর সম্ভাবনা কলকাতা মেডিক্যাল কলেজে। জানালেন নির্মল মাজি।

করোনা  মুক্তির পর ফের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অ্যাসিস্ট্যান্ট সুপার সাহা হুসেন বারির শরীরে দ্বিতীয়বার করোনা  সংক্রমণ হয়েছে। আপাতত ফের চিকিৎসাধীন। আরও এক রোগীর সন্ধান মিলেছে বলে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রের খবর।

এর আগে উত্তরবঙ্গে বেশ কয়েকজন সম্পূর্ণ সেরে ওঠার পর ফের করোনা সংক্রমনের ঘটনা ঘটে। রিপোর্ট হয় স্বাস্থ্যভবনে। এবার মেডিক্যাল কলেজে সেই ঘটনায় কিছুটা চিন্তিত স্বাস্থ্যভবন। 

নির্মল বলেন,  “ভাইরাল লোড চিহ্নিত করে চিকিৎসা চাইছি আমরা। সিটি ভ্যালু পদ্ধতিতে চিকিৎসার বিষয়ে স্বাস্থ্যভবনে বিশেষজ্ঞ কমিটি চিন্তাভাবনা করছেন।” সূত্রের খবর, কলকাতা মেডিক্যাল কলেজে সিটি ভ্যালু পদ্ধতিতে চিকিৎসা করার জন্য প্রস্তাব গিয়েছে স্বাস্থ্যভবনে।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ধরনের রোগীদের শরীরে ভাইরাল লোড অর্থাৎ ভাইরাসের উপস্থিতির মাত্রা কতটা তা পরিমাপ করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি চালু করার বিষয়ে চিন্তা-ভাবনা শুরু হয়েছে স্বাস্থ্য ভবন। এমনটাই জানালেন বুধবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাজি।  

আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের মানুষদের করোনার চিকিৎসার জন্য এম আর বাঙ্গুরে ৬টি ‘ডেডিকেটেড বেড’

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার সাহা হোসেন বাড়ি আক্রান্ত হয়ে প্রায় দিন দশেক চিকিৎসাধীন ছিলেন মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে করোনা রিপোর্ট নেগেটিভ হয়। নিয়ম মেনে কাজে যোগ দেন তিনি। ফের উপসর্গ দেখা দেয়। পরীক্ষা করে করোনা সংক্রমণ মেলে। সব মিলিয়ে এভাবে দ্বিতীয় বার করোনা সংক্রমণ হওয়ার ঘটনা চিন্তা বাড়াচ্ছে।

Source: https://zeenews.india.com/bengali/kolkata/kolkata-medical-is-likely-to-launch-a-new-treatment-service-to-reduce-the-risk-of-coronary-heart-disease-for-the-second-time_331461.html