রাজপথে নামলেন শ্রীলেখা মিত্র – kalerkantho

কলকাতা নিউজ

সম্প্রতি শিক্ষক নিয়োগ (টেট) ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। টেট ও এসএসসির বঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে ও শিক্ষক নিয়োগের দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবিতে দীর্ঘদিন ধরে পুষে রাখা ক্ষোভ রাজপথে নামতে বাধ্য করেছে হাজারো মানুষকে। কলকাতাজুড়েই চলছে হট্টগোল, মিছিল, মিটিং, প্রতিবাদ। সর্বস্তরের মানুষ জমায়েত হচ্ছে প্রতিবাদে।

বিজ্ঞাপন

তবে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সল্টলেক করুণাময়ীতে বিক্ষোভরত অবস্থায় আন্দোলনকারীদের ওপর মাঝরাতে পুলিশি অত্যাচার রাজ্যজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। সেই সমালোচনায় এবার সরব হয়েছেন সকল শ্রেণি-পেশার মানুষ। সরব হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। যদিও শ্রীলেখা মিত্র শুরু থেকেই এই আন্দোলনে নিজের সমর্থন জানিয়ে এসেছেন এবং রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে এসেছেন। তবে শনিবার (২২ অক্টোবর) নিজেই রাজপথে নেমে এলেন অভিনেত্রী। যোগ দিলেন মিছিলে। ধরলেন মাইক, আওয়াজ তুললেন অন্যায়ের বিরুদ্ধে।

শনিবার প্রতিবাদ মিছিলে মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক কণ্ঠে অভিনেত্রী শ্রীলেখা বলেন, ‘যারা মেধাবী, চাকরির তালিকায় নাম না উঠলেও শান্তিপূর্ণভাবে অনশন করছিল, তারা কি বিশাল বড় অপরাধ করে ফেলেছে? তারা কেন অধিকারের কথা বলছে? তাদের আজ রাস্তায় নেমে আসতে হয়েছে! পুলিশমন্ত্রী মমতা এই প্রতিবাদ চান না। সে কারণেই আন্দোলনকারীদের এভাবে তুলে দেওয়া হয়েছে। রাতের আঁধারে অত্যাচার করা হয়েছে। কোন জায়গায় এসে আমরা পৌঁছেছি সেটা ভাবুন একবার! এসব মেনে নেওয়া যায় না। ’

মমতার মন্ত্রিসভাকে অযোগ্য দাবি করে শ্রীলেখা বলেন, ‘এই মন্ত্রিসভা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। কোথাও ন্যায়বিচার নেই। চাকরি নেই, শিক্ষা নেই। আগামী দিনে এই মন্ত্রিসভা আমরা চাই না। ’

এর আগেও নিজের ফেসবুক আইডি থেকে টেট ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন শ্রীলেখা। সর্বশেষ শনিবার (২২ অক্টোবর) রাতেও একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। আন্দোলনে মাইক হাতে নিজের একটি ছবি পোস্ট করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন অভিনেত্রী। এর আগেও মিছিলের একটি ছবি পোস্ট করে শ্রীলেখা লিখেছিলেন, ‘পথে এবার নামো, পথে হবে পথ চেনা। ’

তৃণমূলের প্রতি ক্ষোভ প্রকাশ করে শ্রীলেখার দেওয়া স্ট্যাটাস

গত সপ্তাহেও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের প্রতি ক্ষোভ প্রকাশ করে শ্রীলেখা লিখেছিলেন, ‘যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন এবং তৃণমূলের সাপোর্ট করেন, দয়া করে আমাকে আনফ্রেন্ড করুন ও নিজের মতো থাকুন। কোনো তৃণমূলের সাপোর্টারকে বন্ধু বলে ভাবতে পারছি না। ’

বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদে শনিবার পথে নেমে এসেছেন শ্রীলেখাসহ কলকাতার বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, লেখক-লেখিকা ও চলচ্চিত্র তারকারা। প্রতিবাদ করেছেন অভিনেতা বাদশা মৈত্র, লেখিকা মন্দাক্রান্ত সেন, সুরকার দেবজ্যোতি, কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতিসহ বহু বুদ্ধিজীবী। মিছিল ও প্রতিবাদে টেট ও এসএসসির বঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবি ওঠে। সেই সঙ্গে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে জড়িতদের শাস্তি দাবি করেন প্রতিবাদকারীরা। এ দিনের মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। মিছিলে কোনো রকম বাধা দেয়নি পুলিশ। গানে ও কবিতায় নিজেদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন উপস্থিত জনতা।

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiQ2h0dHBzOi8vd3d3LmthbGVya2FudGhvLmNvbS9vbmxpbmUvZW50ZXJ0YWlubWVudC8yMDIyLzEwLzIzLzExOTYwNTnSAUdodHRwczovL3d3dy5rYWxlcmthbnRoby5jb20vYW1wL29ubGluZS9lbnRlcnRhaW5tZW50LzIwMjIvMTAvMjMvMTE5NjA1OQ?oc=5