IPL 2022: আন্দ্রে রাসেলের ফিটনেস নিয়ে কেকেআর শিবিরে উদ্বেগ, নাইটদের বিরুদ্ধে পাঞ্জাব পাচ্ছে রাবাডাকে – Oneindia Bengali

কলকাতা নিউজ

কলকাতা বনাম পাঞ্জাব

আইপিএলে কলকাতা ও পাঞ্জাব মুখোমুখি হয়েছে ২৯বার। কেকেআর জিতেছে ১৯টিতে, পাঞ্জাব কিংস (পূর্বতন কিংস ইলেভেন পাঞ্জাব) জিতেছে ১০টিতে। গত মরশুমের আইপিএলে প্রথম সাক্ষাতে আমেদাবাদে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়েছিল কেকেআর। যদিও ফিরতি সাক্ষাতে দুবাইয়ে পাঞ্জাব কিংস ৫ উইকেটেই নাইটদের বিরুদ্ধে জয়লাভ করেছিল। শেষ ৫টি সাক্ষাত ধরলে কেকেআর জিতেছে ৩টিতে, পাঞ্জাব ২টিতে। মুম্বইয়ে এই দুই দল পরস্পরের মুখোমুখি হবে এই প্রথম।

রাসেলের ফিটনেস নিয়ে চিন্তা

কলকাতা নাইট রাইডার্স শিবিরকে চিন্তায় রাখছে আন্দ্রে রাসেলের ফিটনেস। গতকালের ম্যাচে ২.২ ওভার বল করেন রাসেল। পরে কেকেআর হেড কোচ আন্দ্রে রাসেল জানান, বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে পড়ে বল বাঁচাতে গিয়ে কাঁধে চোট লেগেছে রাসেলের। বিধ্বংসী এই ক্যারিবিয়ান অলরাউন্ডার কালকের ম্যাচে খেলতে না পারলে নাইটদের প্রথম একাদশে দেখা যেতে পারে মহম্মদ নবি বা চামিকা করুণারত্নেকে।

রাবাডা প্রস্তুত

ওয়েস্ট ইন্ডিজ সফর সেরে পাঞ্জাব কিংস শিবিরে যোগ দিয়েছেন জনি বেয়ারস্টো। তবে নিভৃতবাসের মেয়াদ শেষ না হওয়ায় কেকেআর ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে পাঞ্জাব কিংসের বোলিং বিভাগ আরও শক্তিশালী হতে চলেছে। বাংলাদেশ সিরিজ খেলে ভারতে এসে নিভৃতবাস কাটিয়ে কাগিসো রাবাডা ইতিমধ্যেই পাঞ্জাব কিংসের অনুশীলনে যোগ দিয়েছেন। প্রথম ম্যাচে তিন বিদেশি নিয়ে খেলেছিল পাঞ্জাব কিংস। ফলে রাবাডা হবেন চতুর্থ বিদেশি। প্রোটিয়া স্পিডস্টার প্রথম একাদশে আসতে পারেন সন্দীপ শর্মার জায়গায়।

দুই দল কেমন হতে পারে?

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল, ভানুকা রাজাপক্ষ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, রাজ বাওয়া, শাহরুখ খান, ওডিয়ান স্মিথ, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, কাসিসো রাবাডা, রাহুল চাহার।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস, শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল বা চামিকা করুণারত্নে বা মহম্মদ নবি, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

Source: https://bengali.oneindia.com/news/cricket/ipl-2022-kolkata-knight-riders-have-to-worry-about-andre-russel-s-fitness-ahead-of-pbks-match-158983.html