Kolkata: চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধরা পড়ল অর্ডিন্যান্স ফ্যাক্টরির ভুয়ো অফিসার – Zee ২৪ ঘণ্টা

কলকাতা নিউজ

নিজস্ব প্রতিবেদন: এবার ধরা পড়ল অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ভুয়ো অফিসার। ধৃতের নাম কার্তিক শীল। বড়তলা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে কড়েয়া থানার পুলিস। 

জানা গিয়েছে, কার্তিক শীল নিজেকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অফিসার হিসেবে পরিচয় দিত। নীলবাতি গাড়িতেও ঘুরত সে। তার বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ করেন এক যুবক। ওই ঘটনার তদন্ত নেমে কড়েয়া থানার পুলিস জানতে পারে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, গান অ্যান্ড শেল কোম্পানির নামে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছিল। চাকরি দেওয়ার নাম করে ওই যুবকের কাছ থেকে ৫ লক্ষ টাকা কার্তিক নিয়েছিল বলে অভিযোগ।         

শুক্রবার বটতলা থানার গোয়াবাগান থেকে কার্তিককে গ্রেফতার করে পুলিস। তার কাছ থেকে বেশি কিছু নথি মিলেছে। তদন্তকারীদের অনুমান, ভুয়ো নিয়োগপত্র দিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়েছে কার্তিক। 

আরও পড়ুন- CPM: কেন্দ্রীয় কমিটিতে বাংলার ‘পঞ্চপাণ্ডব’! ঘুরে দাঁড়াতে নবীন-পথ ধরছে আলিমুদ্দিন

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Source: https://zeenews.india.com/bengali/kolkata/police-arrested-fake-ordinance-officer_398187.html