Menaka Gambhir: ‘মা অসুস্থ’, কলকাতা হাই কোর্টে ব্যাঙ্ককে যেতে চাওয়ার আবেদন… – TV9 Bangla

কলকাতা নিউজ

Menaka Gambhir: ইডি-র তরফে আইনজীবী জানান, একই আবেদন আগেই খারিজ করে দিয়েছে আদালত। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। বুধবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেনকা গম্ভীর (ফাইল ছবি)

কলকাতা: ব্যাঙ্ককে যেতে চেয়ে আবারও কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। তাঁর আবেদন, “মা অসুস্থ। ব্যাঙ্ককে পরিবারের সদস্যরা রয়েছেন। তাই সেখানে যাওয়া দরকার।” যদিও ইডির তরফে এর বিরোধিতা করা হয়েছে। ইডি-র তরফে আইনজীবী জানান, একই আবেদন আগেই খারিজ করে দিয়েছে আদালত। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। বুধবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইডির তরফে আইনজীবী মেনকার এই আবেদনে আপত্তি জানিয়েছেন। ইডির আইনজীবীর বক্তব্য, ‘লুক আউট’ নোটিস জারি আছে। সেক্ষেত্রে তাঁকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া ঠিক হবে না।

প্রসঙ্গত,কলকাতা বিমান বন্দরে অভিবাসন দফতরের তরফে বিমানে উঠতে বাধা দেওয়া হয় মেনকা গম্ভীরকে। ইডিকেও জানানো হয় বিষয়টি। তারপর তাঁকে ব্যাঙ্ককে যেতে বাধা দেওয়া হয়। সেপ্টেম্বরেই ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর। কলকাতা বিমানবন্দরে তাঁকে কেন আটকানো হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মেনকার আইনজীবীর প্রশ্ন ছিল, আদালতের নির্দেশ না থাকা সত্ত্বেও কেন বিদেশ সফরে বাধা দেওয়া হল মেনকাকে? ইডির তরফে আইনজীবী এসভি রাজু উল্লেখ করেন, যদি মেনকা গম্ভীরকে বিমানবন্দরে আটক করা হয়ে থাকে, তাহলে সেটা ঠিক হয়নি। এটা ইচ্ছাকৃত নয়। তাই এটা আদালত অবমাননার নয় অভিযোগ নয়, হয়রানির অভিযোগ হতে পারে।

বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সওয়াল জবাবের পর জানিয়ে দেন ইডি ইচ্ছাকৃতভাবে তাঁকে বাধা দেননি। সেক্ষেত্রে মেনকার আবেদন খারিজ হয়ে যায় আদালতে।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, কয়লাকাণ্ডে ইডি-র নজরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে তাঁর স্ত্রী রুজিরা ও শ্যালিকা মেনকা গম্ভীরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। একাধিকবার ইডির মুখোমুখি হয়েছেন তাঁরা। তদন্ত এখনও চলছে। সেই কারণেই ইডি মেনকার গতিবিধির ওপর নজর রাখছে।

Source: https://tv9bangla.com/kolkata/menaka-gambhir-menka-gambhir-approached-the-high-court-to-go-to-the-bank-au22-669707.html