করোনা সচেতনতায় মুমিনুল-জেমিসনের ছবি ব্যবহার কলকাতা পুলিশের – দৈনিক ইত্তেফাক

কলকাতা নিউজ

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে। বিশেষ করে দিল্লি, মহারাষ্ট্র ও কলকাতায় সংক্রমণের হার বেশি। ভাইরাসের বিস্তারে তাই চলছে নানা প্রচারণা। প্রশাসন থেকেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। তেমনই এক ভিন্ন প্রচারণা করলো কলকাতার পুলিশ।

কলকাতা পুলিশের সামাজিক মাধ্যমের প্রচারণায় দেখা গেলো টাইগার অধিনায়ক মুমিনুল হক ও নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিনসনের একটি ছবি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাউন্ট মঙ্গানুইতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের একটি ছবি ভাইরাল হয়েছিল ক্রিকেট দুনিয়ার। ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা কাইল জেমিসনের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে মুমিনুলকে তাকিয়ে থাকতে দেখা জেমিনসনের দিকে।

ছবিটিতে থাকা জেমিনসনকে করোনার তৃতীয় ঢেউ উল্লেখ করে মুমিনুলকে তুলনা করেছে ‘মাস্ক ছাড়া’ রাস্তায় যারা বের হওয়া মানুষের সঙ্গে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, এই করোনার সময়ে যারা মাস্ক ছাড়া রাস্তায় বের হচ্ছে তারা মমিনুলের মতোই সাহসী বলেই মনে করছে কলকাতা পুলিশ।

Source: https://www.ittefaq.com.bd/310520/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE