কলকাতা পুরভোটে বিপুল জয়ের পথে তৃণমূল – DW (বাংলা)

কলকাতা নিউজ

কলকাতা পুরসভার ১৪৪টি আসনের মধ্যে ১২৯টিতে এগিয়ে তৃণমূল। বিজেপি পাঁচ, কংগ্রেস দুই ও বামেরা দুইটি আসনে এগিয়ে। তিনটিতে এগিয়ে নির্দল।

তৃণমূলের প্রধান প্রার্থীরা সকলেই এগিয়ে। গতবারের মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়, ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে, বিধায়ক পরেশ পাল, দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার এগিয়ে আছেন। সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বেহালায় এগিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ও এগিয়ে।

বিজেপি প্রার্থীদের মধ্যে মীনাদেবী পুরোহিত ও সজল ঘোষ এগিয়ে আছেন। কংগ্রেসের সন্তোষ পাঠক ও প্রকাশ উপাধ্যায় এগিয়ে। 

তৃণমূল কংগ্রেস আগেই ঘোষণা করেছে যে, তারা ১৩৪টি আসনে জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এখনো পর্যন্ত কলকাতা পুরসভায় সম্মিলিতভাবে বিরোধীরা ১২টি আসনে এগিয়ে। ২০১৫ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ১১৫, বাম ১৫, বিজেপি সাত, কংগ্রেস পাঁচ ও নির্দল তিনটি আসন। প্রাথমিক প্রবণতা থেকে মনে হচ্ছে, তৃণমূল এবার তাদের আসনসংখ্যা বাড়াতে পারবে। এমনকী তারা লক্ষ্যপূরণও করে ফেলতে পারে।

Indien Kalkutta | Kommunalwahlen

পুরভোটে অশান্তির প্রতিবাদে বাম, কংগ্রেস, বিজেপি-র বিক্ষোভ।

তবে পুরসভা নির্বাচনের দিন অশান্তি হয়েছে। বুথ দখল করে ছাপ্পা ভোট দেয়ার অভিযোগ উঠেছে। এজেন্টদের হেনস্থা করার অভিযোগ করছে কংগ্রেস, বাম ও বিজেপি। বহু জায়গায় বিরোধী এজেন্ট ছিল না। সিসিটিভি ক্যামেরার মুখ উপর বা নীচের দিকে ঘুরিয়ে দেয়ার অভিযোগও উঠেছে। সব মিলিয়ে এই পুরভোট নিয়েও বেনিয়মের প্রচুর অভিযোগ আছে। বড়বাজারে বুথদখল করে অশান্তির ছবি টিভি ক্যামেরাতেও ধরা পড়েছে। কয়েকটি জায়গায় বোমবাজিও হয়েছে।

জিএইচ/এসজি (পিটিআই, এবিপি আনন্দ)

Source: https://www.dw.com/bn/%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%9C%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A3%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2/a-60204404