WhatsApp হ্যাক! সতর্ক করল কলকাতা পুলিশ – এই সময়

কলকাতা নিউজ

হাইলাইটস

  • এ বার হোয়াটসঅ্যাপেও (WhatsApp) হানা সাইবার অপরাধীদের!
  • কলকাতায় ইতিমধ্যেই এমন কয়েকটি ঘটনা সামনে এসেছে
  • পুলিশ সূত্রে খবর, ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার সময়েই ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা

এই সময়: এ বার হোয়াটসঅ্যাপেও (WhatsApp) হানা সাইবার অপরাধীদের! অসতর্ক হলেই হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে অ্যাকাউন্ট। এ বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা টুইটে সতর্ক করেছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। কলকাতায় ইতিমধ্যেই এমন কয়েকটি ঘটনা সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার সময়েই ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা। সেই সময়ে এসএমএস-এর মাধ্যমে যে ওটিপি মোবাইলে আসে, তা কোনও ভাবে হ্যাক করা হচ্ছে। সেটির মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইনস্টল করছে ওই অপরাধী। তার পর ব্যবহারকারীদের অজান্তেই ঘটছে অপরাধ। কখনও কখনও সেই ব্যক্তিকে ফোন করে টাকা দাবি করা হচ্ছে, কখনও দেখানো হচ্ছে ভয়।

পুলিশের তরফে বলা হয়েছে, ওটিপি-র মাধ্যমে এ ধরনের অপরাধ হচ্ছে। ওটিপি শেয়ার করার অনুরোধ এলেও, তা থেকে বিরত থাকতে হবে। এমনকী কাছের পরিচিত কেউ যদি ওটিপি শেয়ার করতে বলে, তা হলেও করা যাবে না।

সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘ওটিপি কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। ওটিপি অপরাধীদের হাতে চলে গেলে, অ্যাকাউন্ট থেকে টাকা সাফ হয়ে যেতে পারে। এ ক্ষেত্রেও অনেকটা তেমনই হচ্ছে। সাইবার অপরাধ নিয়ে মানুষকে আরও সতর্ক হতে হবে। সচেতন করতে একটি পডকাস্ট চ্যানেল শুরু করেছি। শুনলে মানুষ এ বিষয়ে আরও সতর্ক হবেন। ‘

Clubhouse এখন ভারতেও ডাউনলোডের জন্য উপলব্ধ, চ্যাট নয়, দুনিয়ার সঙ্গে এবার কথা বলুন!

কয়েক দিন ধরে এ সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। তার পরেই নড়চড়ে বসে কলকাতা পুলিশ। কী ভাবে অপরাধ ঘটছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মূলত ওটিপি শেয়ার করেই বিপদে পড়ছেন ব্যবহারকারীরা। টার্গেট করা হচ্ছে মহিলাদের। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। প্রথমিক তদন্তে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের কোনও গলদ নেই। বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছেন গোয়েন্দারা।

Source: https://eisamay.indiatimes.com/tech/news/whatsapp-getting-hacked-alerts-kolkata-police/articleshow/82851557.cms