সাকিবকে নিয়ে শিরোপা লড়াইয়ে কলকাতা – mzamin.com

কলকাতা নিউজ

দুইবার ফাইনাল খেলে দুইবারই শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। আগের দুইবার শিরোপা জয়ে ভূমিকা ছিল সাকিব আল হাসানের। কলকাতার তৃতীয় আইপিএল ফাইনালে উঠতেও বড় অবদান টাইগার অলরাউন্ডারের। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনালেও একাদশে রয়েছেন সাকিব। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা অধিনায়ক এইউন মরগান।

২০১২ আইপিএলে কলকাতা প্রথমবার শিরোপা জেতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে হারিয়ে। ২০১৪ সালে জেতে দ্বিতীয় শিরোপা। আইপিএল ফাইনালে হারের রেকর্ড নেই কলকাতার।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), এইউন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনীল নারাইন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও শিবম মাভি।।

Source: https://www.mzamin.com/article.php?mzamin=297576