দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন – ভয়েস অফ আমেরিকা

কলকাতা নিউজ

দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্টের গতকালের রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টেরই দ্বারস্থ হলো ফোরাম ফর দুর্গোৎসব। কলকাতার ৪ শোটি পুজো কমিটির এই সংগঠন গতকালই বলেছিল, হাইকোর্টের এই কঠোর বাধা-নিষেধ যাতে একটু শিথিল করা হয় তার জন্য তারা হাইকোর্টে যাবে।

আজ ফোরাম ফর দুর্গোৎসব কলকাতা হাইকোর্টের সেই ডিভিশন বেঞ্চের কাছেই পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে, যেটি গতকাল সব পূজা মণ্ডপ পুরো দর্শকশূন্য করে, সেগুলোকে কনটেইনমেন্ট জোন এবং নো এন্ট্রি ঘোষণা করে শুধুমাত্র পাড়ার কিছু লোকের জন্য দুর্গাপূজার অনুমতি দিয়েছে। ডিভিশন বেঞ্চ বলেছিল, ভিড় নিয়ন্ত্রণ করে করোনা সংক্রমণের আশঙ্কা কমানোর জন্য এ ভাবেই পুজো করতে হবে।

কলকাতা সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ বাঙালি যখন হাইকোর্টের নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন ফোরাম ফর দুর্গোৎসব বলেছে, দুর্গাপূজা বছরে একবার মাত্র হয়। পশ্চিমবঙ্গের আপামর বাঙালি এই ক’টা দিনের জন্য চেয়ে থাকেন। তাঁদের কথা ভেবে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হোক। এ ছাড়াও কলকাতায় প্রায় ৮০% দুর্গাপূজা অল্প জায়গার ভিতর হয়, কখনও গলিতে, কখনও বা স্বল্পপরিসর পাড়ায়। সেখানে এতটা কঠোর নিয়ম কানুন মেনে চলা খুবই কষ্টকর। তা হলে পুজো বন্ধ করে দিতে হয়।

শেষ মুহূর্তে আদালতের এই রায় পুজোর উদ্যোক্তাদের খুবই অসুবিধার মধ্যে ফেলেছে। হাইকোর্টে আবেদনটি গ্রহণ করা হয়েছে। আগামীকাল এ বিষয়ে শুনানি হবে। তবে দক্ষিণ কলকাতার একটি প্রাচীন দুর্গাপুজো সংগঠক ক্লাব ফাল্গুনী সংঘ কিন্তু হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে। কারণ এই রায় ঘোষণার আগে থেকে তারা নিজেরাই কঠোর ব্যবস্থা নিয়েছিল এবং দর্শকদের জন্য মণ্ডপের কাছাকাছি যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল।

আসলে পুজোর আয়োজক এবং সাধারণ মানুষের সচেতনতা থাকলে আদালতকে এই ধরনের নির্দেশ দিতে হয় না।দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

Source: https://www.voabangla.com/a/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%9C%E0%A7%8B-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8-/5628491.html