মৃত্যুশূন্য একটি দিন দেখল কলকাতা – সমকাল

কলকাতা নিউজ

ভারতের পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ কমে আসায় গত মঙ্গলবার রাজ্যের রাজধানী কলকাতা মৃত্যুশূন্য দিন দেখল। মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এদিকে, দুই মাস ধরে লকডাউন সত্ত্বেও অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে দৈনিক শনাক্তের হার বেড়েই চলেছে। গতকাল বুধবার নিউ সাউথ ওয়েলসে নতুন শনাক্ত রোগীর রেকর্ড হয়েছে। এদিন সেখানে ৯১৯ নতুন রোগী শনাক্ত হয়েছেন বলে জানা গেছে। খবর এনডিটিভি ও বিবিসির।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত মানুষের সংখ্যা ছিল শূন্য। আক্রান্ত মানুষের সংখ্যা ৯৫। এ রাজ্যে সব মিলিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ১০৯।  মোট মারা গেছেন ১৮ হাজার ৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ২৬২ জনের। সব মিলিয়ে এখন পর্যন্ত কলকাতায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৬৭ লাখ ৩০ হাজার ৫৫৫ জনের।

এদিকে, সিডনিতে দুই মাস ধরে লকডাউন চললেও দৈনিক কভিড-১৯ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। সিডনির নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) বুধবার ৯১৯ নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছে।

করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট বাড়তে থাকা প্রাদুর্ভাবের মধ্যে এদিন অস্ট্রেলিয়ায় প্রায় হাজার রোগী শনাক্ত হয়েছেন।

Source: https://samakal.com/todays-print-edition/tp-world/article/2108116644/%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B6%E0%A7%82%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE