কলকাতা-উত্তর ২৪ পরগনা সংক্রমণের শীর্ষে, ২০ জেলায় উদ্বেগ করোনার দৈনিক বৃদ্ধিতে – Oneindia Bengali

কলকাতা নিউজ

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে সাড়ে আট হাজার ছুঁই ছুঁই। বাংলায় ৮৪২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২২১১। উত্তর ২৪ পরগনায় ১৮০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩২১৮ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৬০৩।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৫৫২০৮। শুধু এদিনই কলকাতায় ২২১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩২১৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৩৭২০১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪৭৮০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১৯২ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৪৪২৩৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮০১ জন। মৃত্যু হয়েছে মোট ২৬০৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৩০০১৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৬১৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১০৪৪ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫২২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪২৯১৩। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৪২১৫৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫২৭ জন। হুগলিতে ৪৪০ জন বেড়ে আক্রান্ত ৩৩৯৫১ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ২ জন, কোচবিহারে ৪২ জন, দার্জিলিংয়ে ৭১ জন, কালিম্পংয়ে ৪ জন, জলপাইগুড়িতে ৯২ জন, উত্তর দিনাজপুরে ৯২ জন, দক্ষিণ দিনাজপুরে ৫৯ জন, মালদহে ৪৩৫ জন, মুর্শিদাবাদে ৩২৬ জন, নদিয়ায় ৩০৪ জন, বীরভূমে ৩০৮ জন, পুরুলিয়ায় ১৪৬ জন, বাঁকুড়ায় ৮৩ জন, ঝাড়গ্রামে ৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৫৫ জন, পূর্ব মেদিনীপুরে ২০৫ জন, পূর্ব বর্ধমানে ১৭৫ জন, পশ্চিম বর্ধমানে ৫২০ জন মোট আক্রান্ত হয়েছেন। শুধু আলিপুরদুয়ার, কালিম্পং ও ঝাড়গ্রামে আক্রান্তের সংখ্যা ১০-এর নিচে।

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/20-districts-with-kolkata-and-north-24-pargana-are-in-anxious-due-to-corona-s-daily-infection-130902.html