বাসে কলকাতা থেকে লন্ডনে ভাড়া কত জানেন? – Rtv Online

কলকাতা নিউজ

ছবি: সংগৃহীত

bestelectronics

১৯৫০ সালে কলকাতা থেকে বাসে চড়ে যাওয়া যেত সুদূর লন্ডনে। জানেন সে যাত্রায় কত খরচ হতো? সম্প্রতি কলকাতা থেকে লন্ডনে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি আলোচনায় উঠে আসে। অনেকে একে ভুয়া বলে প্রচার করেন।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় লন্ডনের ভিক্টোরিয়া কোচ স্টেশনে একটি বাসে যাত্রী উঠছেন। বাসের উপরে লেখা লন্ডন থেকে কলকাতা। এছাড়া বাসটি লন্ডন থেকে ছেড়ে প্রথম যাবে বেলজিয়াম। সেখান থেকে পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া, যুগোস্লোভিয়া, বুলগেরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান হয়ে ভারতে ঢুকবে। ভারতে ঢুকে দিল্লি, আগ্রা, এলাহাবাদ, বারাণসী হয়ে কলকাতা পৌঁছাবে। এতে কলকাতায় পৌঁছাতে ৫ দিন সময় লাগবে।

তখনকার সময়ে এই বাসে চলাচলের জন্য ৮৫ পাউন্ড খরচ করতে হতো যা ভারতীয় মুদ্রায় ৮ হাজার রুপি। ওই সময়ে ধনী ব্যক্তিরাই এ বাসে যাতায়াত করত এবং এটি ছিল পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম স্থলপথ। পাঁচ দিনব্যাপী যাতায়াতে বাসটির মধ্যে ছিল সব ধরনের লাক্সারি সুবিধা। এতে প্রত্যেকের ব্যয় হত ১৪৫ পাউন্ড বা বর্তমানে ১৩ হাজার ৬৪৪ টাকা। সূত্র: নিউজ-১৮

জেএইচ/পি

Source: https://www.rtvonline.com/international/india/136961/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A8