শুক্রবার থেকে কলকাতা মেট্রোয় শিশু ও মহিলাদের ই-পাসে আংশিক ছাড় – HT Bangla

কলকাতা নিউজ

করোনাকালে আরেকটু ঢিলেঢালা হল কলকাতা মেট্রোয় চড়ার বিধি। শুক্রবার থেকে কলকাতা মেট্রোয় চড়তে গেলে মহিলা ও শিশুদের লাগবে না ই-পাস। ই-পাস ছাড়াই বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোয় চড়তে পারবেন তারা।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে মহিলা ও ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য বেলা ১১টা থেকে ৫টা পর্যন্ত ই-পাসে ছাড় দেওয়া হচ্ছে। মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র স্মার্টকার্ড দিয়েই মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন। শিশুদের ক্ষেত্রে দেখাতে হবে স্কুলের পরিচয়পত্র। এতদিন ই-পাস ছাড়া মোট্রোয় চড়ার সুযোগ পেতেন শুধু প্রবীণরা। 

লকডাউনে বন্ধ থাকার পর গত ১৪ সেপ্টেম্বর থেকে কলকাতায় চালু হয় মেট্রো পরিষেবা। কিন্তু মেট্রোয় চড়তে বাধ্যতামূলক করা হয় ই পাস। গত ২ মাসে ধীরে ধীরে বেড়েছে পরিষেবার সংখ্যা। প্রায় স্বাভাবিকের পথে মেট্রো পরিষেবা। এই অবস্থায় মহিলা ও শিশুদের জন্য ই-পাসে আংশিক ছাড় তাদের বিশেষ সুবিধা দেবে বলে মনে করছে যাত্রীদের একাংশ।

Source: https://bangla.hindustantimes.com/bengal/kolkata/now-ladies-and-kids-can-avail-kolkata-metro-without-an-e-pass-31605791328929.html