কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি – Oneindia Bengali

কলকাতা নিউজ

Jobs

oi-Sambit Ghosh

কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ও বয়সের চূড়ান্ত সীমা কত, তা জানানোো হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। এক নজরে সেই বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক।

কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি

শূন্যপদ : ১৫৯

কোন কোন শূন্যপদ : ডেটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যানালিস্ট, সিনিয়র প্রোগ্রামার, সিস্টেম ম্যানেজার।

কোথা থেকে আবেদন : পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

১) ডেটা এন্ট্রি অপারেটর : দশম শ্রেণি পাস + কম্পিউটার কোর্সে ১ বছরের ডিপ্লোমা + প্রতি ঘণ্টায় ৮ হাজার কি ডিপ্রেশন।

২) সিস্টেম অ্যানালিস্ট (প্রোগ্রামিং) : ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি + পাঁচ বছরের অভিজ্ঞতা।

৩) সিনিয়র প্রোগ্রামার : ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি + দশ বছরের অভিজ্ঞতা।

৪) সিস্টেম ম্যানেজার : ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি + পাঁচ বছরের অভিজ্ঞতা।

বয়সের সীমা

১) ডেটা এন্ট্রি অপারেটর : ১৮ থেকে ৪০ বছর।

২) সিস্টেম অ্যানালিস্ট (প্রোগ্রামিং) : ২৬ থেকে ৪০ বছর।

৩) সিনিয়র প্রোগ্রামার : ৩১ থেকে ৪৫ বছর।

৪) সিস্টেম ম্যানেজার : ৩১ থেকে ৪৫ বছর।

বেতন

১) ডেটা এন্ট্রি অপারেটর : প্রতি মাসে ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা।

২) সিস্টেম অ্যানালিস্ট (প্রোগ্রামিং) : প্রতি মাসে ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা।

৩) সিনিয়র প্রোগ্রামার : প্রতি মাসে ৬৭,৩০০ থেকে ১,৭৩,২০০ টাকা।

৪) সিস্টেম ম্যানেজার : প্রতি মাসে ৬৭,৩০০ থেকে ১,৭৩,২০০ টাকা।

পরীক্ষার ফি

জেনারেল : ৮০০ টাকা, ১২০০ টাকা, ১৫০০ টাকা।

এসসি/এসটি : ৪০০ টাকা, ৬০০ টাকা, ৮০০ টাকা।

নির্বাচন পদ্ধতি

১) লিখিত পরীক্ষা

২) স্কিল টেস্ট

৩) ইন্টারভিউ

Source: https://bengali.oneindia.com/jobs/data-entry-operator-recruitment-in-calcutta-high-court-2021-124542.html