ইকনমি থেকে বিজনেস ক্লাসে যাত্রী বেশি, অবশেষে কলকাতা থেকে সরাসরি লন্ডন পৌঁছল বিমান – News18 বাংলা

কলকাতা নিউজ
Representational Image

অবশেষে কলকাতা থেকে সরাসরি লন্ডনে পৌঁছল এয়ার ইন্ডিয়ার উড়ান ৷

  • Share this:

#কলকাতা: অবশেষে কলকাতা থেকে সরাসরি লন্ডনের বিমান উড়ল ৷ এবং লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছল এয়ার ইন্ডিয়ার উড়ান ৷ কলকাতা বিমান বন্দর সূত্রে খবর, বুধবার রাত ২টো নাগাদ লন্ডন থেকে ২৮ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং-৭৮৭-৮ ড্রিমলাইনার কলকাতায় এসে নামে ৷ এরপর বৃহস্পতিবার সকালে ৫৮ জন যাত্রী নিয়ে সেটি ফের লন্ডনের উদ্দেশ্যে উড়ে যায় ৷

কলকাতা-লন্ডন ফ্লাইট চালু হয়ে গেলেও তা এতদিন দিল্লি বা মুম্বই ঘুরেই যাচ্ছিল ৷ অবশেষে হিথরোর স্লট মিলল ৷ এবং সরাসরি কলকাতা থেকে লন্ডন গিয়ে পৌঁছল এয়ার ইন্ডিয়ার বিমান ৷ করোনা-কালে যাত্রী প্রায় হচ্ছে না বললেই চলে ৷ এত কম সংখ্যক যাত্রী নিয়ে কতদিন কলকাতা-লন্ডন সরাসরি উড়ান চালানো বিমানসংস্থার পক্ষে সম্ভব হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ তবে এদিন একটি অদ্ভূত বিষয়ই লক্ষ্য করা গিয়েছে ৷ কারণ উড়ানে বিজনেস ক্লাস যাত্রী সংখ্যা বেশি ইকনমি ক্লাসের চেয়ে ৷ করোনা আবহে ৯২ হাজার-১,৬০,০০০ টাকার টিকিট যাত্রীরা কিনছেন ৷ কিন্তু ইকনমি ক্লাসের যাত্রী সংখ্যা কলকাতা-লন্ডন রুটে এতদিন পর্যন্ত অত্যাধিক মাত্রায় কম ৷ বৃহস্পতিবার ভোরে কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে যে বিমান উড়ে যায়, তাতে বিজনেস ক্লাসের ১৬টি আসনের মধ্যে ১৫টি আসনই ভর্তি ছিল ৷ অন্যদিকে ড্রিমলাইনারের মতো বড় বিমানে প্রচুর ইকনমি ক্লাস আসন ছিল ফাঁকা ৷

Published by:
Siddhartha Sarkar

First published:
September 25, 2020, 10:24 AM IST

পুরো খবর পড়ুন

Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-london-flight-business-class-going-full-but-empty-economy-seats-a-worry-ss-506743.html