Manobjomin: শ্রীজাতর প্রথম ছবির প্রশংসায় পঞ্চমুখ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি – ABP Ananda

কলকাতা নিউজ

কলকাতা: ‘মানবজমিন’-এর মুকুটে নতুন পালক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশংসা করলেন শ্রীজাত (Srijato) পরিচালিত প্রথম ছবিকে। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। প্রযোজক রানা সরকার (Rana Sarkar)।                                                                                                                                     

এদিন ‘মানবজমিন’ (Manobjomin)-এর শো দেখেন সস্ত্রীক বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন রানা ও প্রিয়ঙ্কাও। এবিপি লাইভে রানা জানিয়েছেন, ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিচারপতি। অনেকদিন ধরেই তিনি এই ছবিটি দেখতে চেয়েছিলেন। সবার সঙ্গে একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন রানা।                                                                             

আরও পড়ুন: Pankaj Tripathi: পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে নতুন ছবির শ্যুটিং শেষ করলেন জয়া আহসান

অন্যদিকে, প্রিমিয়ারের দিন শ্রীজাতর ছবি দেখতে হাজির ছিলেন তাঁর স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এবিপি লাইভের সঙ্গে পরিচালক হিসেবে জীবনের প্রথম প্রিমিয়ারের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে উচ্ছ্বসিত শ্রীজাত। বললেন, ‘ আমায় ছোট থেকে যাঁরা পড়িয়েছেন, তাঁরা এত উৎসাহ নিয়ে আমার ছবি দেখতে এসেছেন, এটা আমার কাছে বিশাল বড় পাওনা। আমার ছোটবেলার বন্ধুরা, পাড়ার বন্ধুরাও এসেছেন। এর থেকে ভাল আর কিছু হয় না।’                                                                                                                       

দর্শকের কাছে পরিচালক শ্রীজাত কী কবি শ্রীজাতর মতোই সহজ সরল থাকবেন? শ্রীজাত বলছেন, ‘যাঁরা দেখেছেন, তাঁরা বলেছেন ছবিটা ভীষণ সহজ সরল। এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। আমরা চাই দর্শকদের কাছে এই বার্তাই পৌঁছে দিতে যে আমরা একটা সহজ সরল ছবি বানিয়েছি।’

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMioQFodHRwczovL2JlbmdhbGkuYWJwbGl2ZS5jb20vZW50ZXJ0YWlubWVudC9tYW5vYmpvbWluLWhvbm91cmFibGUtY2hpZWYtanVzdGljZS1vZi1jYWxjdXR0YS1oaWdoLWNvdW50LXdhdGNoZWQtbWFub2Jqb21pbi1kaXJlY3RlZC1ieS1zcmlqYXRvLWFuZC1wcmFpc2VkLWl0LTk0OTI5ONIBpQFodHRwczovL2JlbmdhbGkuYWJwbGl2ZS5jb20vZW50ZXJ0YWlubWVudC9tYW5vYmpvbWluLWhvbm91cmFibGUtY2hpZWYtanVzdGljZS1vZi1jYWxjdXR0YS1oaWdoLWNvdW50LXdhdGNoZWQtbWFub2Jqb21pbi1kaXJlY3RlZC1ieS1zcmlqYXRvLWFuZC1wcmFpc2VkLWl0LTk0OTI5OC9hbXA?oc=5