Kolkata Weather Update : আর হাহাকার নয় ! এই সপ্তাহেই ১৩ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতার পারদ ! – ABP Ananda

কলকাতা নিউজ

কলকাতা : সপ্তাহ আনতে জাঁকিয়ে শীত ( Kolkata Winter ) পড়ার সম্ভাবনা রয়েছে।  বৃহস্পতিবার থেকে ফের পারদ পতনের শুরু । রবিবার ১৩ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতার তাপমাত্রা।  আগামী দুই দিন কুয়াশা থাকবে রাজ্যে ।

আগামী তিনদিন শীতের আমেজ থাকলেও  জাঁকিয়ে শীতের ( Kolkata Temperature ) পরিস্থিতি নয় । আগামী তিন দিন একই রকম থাকবে আবহাওয়া । বিক্ষিপ্তভাবে সকালের দিকে কুয়াশা থাকলেও পরে কোথাও আংশিক মেঘলা, আবার কোথাও পরিষ্কার আকাশ।

আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই কলকাতায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । রবিবার কলকাতায় তাপমাত্রা  ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা। 

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯০% । আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং, কালিম্পং পার্বত্য এলাকায় আজও হালকা বৃষ্টির সম্ভাবনা । রাজ্যজুড়েই কুয়াশার দাপট থাকবে । মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর বার্তা রয়েছে বেশিরভাগ জেলাতেই হালকা মাঝারি কুয়াশা সম্ভাবনা । খুব কম জায়গায় সম্ভাবনা রয়েছে থাকলেও। বৃহস্পতিবারের মধ্যে ১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে কলকাতা তাপমাত্রা। 

কুয়াশা ঘেরা পাইন-বন, মনাস্ট্রির শান্তি, নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা, চলো Let’s go কালিম্পং

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiqgFodHRwczovL2JlbmdhbGkuYWJwbGl2ZS5jb20vZGlzdHJpY3Qvd2VzdC1iZW5nYWwtd2VhdGhlci11cGRhdGUtcmVwb3J0LWdldC10by1rbm93LWFib3V0LXdlYXRoZXItZm9yZWNhc3Qtb2Yta29sa2F0YS1kaXN0cmljdC10b2RheS1mcm9tLXdlc3QtYmVuZ2FsLTItamFudWFyeS0yMDIyLTk0NjI2N9IBrgFodHRwczovL2JlbmdhbGkuYWJwbGl2ZS5jb20vZGlzdHJpY3Qvd2VzdC1iZW5nYWwtd2VhdGhlci11cGRhdGUtcmVwb3J0LWdldC10by1rbm93LWFib3V0LXdlYXRoZXItZm9yZWNhc3Qtb2Yta29sa2F0YS1kaXN0cmljdC10b2RheS1mcm9tLXdlc3QtYmVuZ2FsLTItamFudWFyeS0yMDIyLTk0NjI2Ny9hbXA?oc=5