Job Agitation : চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামলেন ছাঁটাই হওয়া চুক্তিভিত্তিক শিক্ষক – ABP Ananda

কলকাতা নিউজ

অণির্বাণ বিশ্বাস, কলকাতা : এবার চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামলেন ছাঁটাই হওয়া চুক্তিভিত্তিক শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা। অন্যদিকে, পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ দেখালেন এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি-র কর্মপ্রার্থীরা।                                                                                                                                                  

পথে চুক্তিভিত্তিক শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা

কেউ যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাননি। কেউ পাওয়া চাকরি হারিয়েছেন। বছরের দ্বিতীয় দিন মেয়ো রোডে, গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসলেন সরকারি সাহায্যপ্রাপ্ত হায়ার সেকেন্ডারি স্কুলের ভোকেশনাল এডুকেশনের ছাঁটাই হওয়া ১০০ জন শিক্ষক ও ২১৮ জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট।                                                                                       

  

পথনাটিকায় প্রতিবাদ

অন্যদিকে, পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ দেখালেন এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডির কর্মপ্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, অর্থাৎ NSQF-এর অধীনে ২০১৩, ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে সরকারি স্কুলে চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছিল।                                                                                      

আন্দোলনকারীদের দাবি, ১০ জন করে ৩দিন আন্দোলনে বসার অনুমতি দিয়েছে পুলিশ। মঙ্গলবার, দীর্ঘ আন্দোলনের দাবিতে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা। অন্যদিকে, সোমবার ১৩৭ দিনে পড়ল এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের আন্দোলন। এদিন পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ দেখান তাঁরা।                                                       

রবিবারই অভিষেক বন্দ্য়োপাধ্যায় বলেন, যাঁরা যোগ্য, তাঁদের সকলের চাকরি হোক। আন্দোলনকারীদের প্রশ্ন একটাই সেই আশ্বাস পূরণ হবে কবে?                                        

আরও পড়ুন- আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, মালদায় পাথরবৃষ্টি, হামলা

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihAFodHRwczovL2JlbmdhbGkuYWJwbGl2ZS5jb20vZGlzdHJpY3Qva29sa2F0YS1qb2Itc2Vla2Vycy1wcm90ZXN0LWRlbWFuZGluZy1qb2ItcmVpbnN0ZWQtbGFiLWFzc2lzdGFudHMtYW5kLXBhcnQtdGltZS10ZWFjaGVycy05NDY0NTbSAYgBaHR0cHM6Ly9iZW5nYWxpLmFicGxpdmUuY29tL2Rpc3RyaWN0L2tvbGthdGEtam9iLXNlZWtlcnMtcHJvdGVzdC1kZW1hbmRpbmctam9iLXJlaW5zdGVkLWxhYi1hc3Npc3RhbnRzLWFuZC1wYXJ0LXRpbWUtdGVhY2hlcnMtOTQ2NDU2L2FtcA?oc=5