হিরোরা রাতারাতি জিরো, কলকাতা জুড়ে ধিক্কার – গাদ্দার – মানবজমিন

কলকাতা নিউজ

(৫০ মিনিট আগে) ১১ নভেম্বর ২০২২, শুক্রবার, ১১:৫২ পূর্বাহ্ন

গতকাল পর্যন্ত যাঁরা ছিলেন হিরো, তাঁরা এখন জিরোয় পর্যবসিত। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে ভারত হারার পর ক্রিকেটাররা গাদ্দার এ পরিণত হয়েছেন। শিয়ালদহ, গল্ফ গ্রিন প্রভৃতি এলাকায় কুশপুতুল দাহ করা হয়েছে রোহিত শর্মা, কে এল রাহুলদের। ভিলেন হিসেবে বেছে নেয়া হয়েছে ওপেনার কে এল রাহুলকে। শুধু কলকাতা নয়, ভারতের বিভিন্ন শহরে দাবি উঠেছে রাহুলের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে দেশের বাইরে বের করে দেয়ার। রোহিত শর্মার নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন কলকাতাবাসী। তাদের একসময়ের ডার্লিং রোহিতকে নেতৃত্বের বাইরে করে দেয়ার জন্যে জোরালো আওয়াজ উঠেছে কলকাতার নেটিজেনদের মধ্যে। কলকাতাবাসীর অভিযোগ, আইপিএল’এ যতটা মনোযোগ দিয়ে খেলেন ভারতীয় ক্রিকেটাররা তার সিকিভাগ থাকেনা ভারতীয় দলের জার্সি পরে খেলার সময়। বেহালার একদল অধিবাসী পুরো ঘটনার পিছনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্যায়ভাবে অপসারণের বিষয়টি সামনে আনছেন। তাঁদের ধারণা, সৌরভ বোর্ড প্রেসিডেন্ট থাকলে এই ঘটনা ঘটতো না।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের কাছে ভারত অসহায় আত্মসমর্পণ করতো না। ইতিমধ্যেই জায়গায় জায়গায় ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো শুরু হয়ে গেছে। ভারত বড় বেশি বয়স্ক ক্রিকেটারদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে এমন একটি ধারণাও দানা বেঁধেছে কলকাতার মনে। তারা রোহিত, রাহুল, বিরাটকে বাদ দিয়ে টিম গড়ার পক্ষপাতী।

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiJmh0dHBzOi8vbXphbWluLmNvbS9uZXdzLnBocD9uZXdzPTI5MjAw0gEA?oc=5