Dengue: কলকাতা ও তার আশপাশের ৭ এলাকায় মারাত্মক হারে বেড়েছে ডেঙ্গি,তালিকা দেখে সচেতন হোন – TV9 Bangla

কলকাতা নিউজ

Dengue: জেলাগুলিকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। কিন্তু বিরোধীরা প্রশাসনের বিরুদ্ধে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

কলকাতা: কলকাতায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। পুজোর মুখে ক্রমেই বাড়ছে সংক্রমণ। উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। কলকাতা ও পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় প্রকোপ বাড়ছে। তা নিয়ে বুধবারই হেলফ সেক্রেটারি ও ডিএইচএস জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। ডেঙ্গি মোকাবিলায় কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, প্রশাসনের তরফে কী কী পদক্ষেপ করতে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বৈঠকে।

স্বাস্থ্য দফতরেরই একটি রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, সল্টলেক, দক্ষিণ দমদম, টিটাগড়, দেগঙ্গা, বারাসত-১, স্বরূপনগর-সহ বিভিন্ন শহরাঞ্চলে-গ্রামীণ এলাকায় বাড়ছে ডেঙ্গি। ক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ডেঙ্গির থাবা উদ্বেগে রেখেছে পুরনিগমকে।

জেলাগুলিকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। কিন্তু বিরোধীরা প্রশাসনের বিরুদ্ধে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন। পৌরসভায় মেয়র এবং ডেপুটি মেয়র না থাকায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেয় এসইউসিআই।

এই খবরটিও পড়ুন

প্রশাসনের তরফ থেকে ডেঙ্গি দমনে বেশ কিছু পদক্ষেপ করার দাবি তুলেছেন বিরোধীরা। অ্যান্টি লার্ভা স্প্রে বাড়াতে হবে, ইনডোর ফগিং,স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে, ঘনবসতিপূর্ন অঞ্চলে রেসিডুয়াল স্প্রে’ করার ক্ষেত্রে জোর দিতে হবে পুরনিগমকে। প্রশাসনের তরফে সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি পৌরসভার হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ড বাড়ানোরও দাবি তুলেছেন বিরোধীরা। পরিসংখ্যান দেখিয়ে বিরোধীদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার ডেঙ্গির সংক্রমণ সাত গুণ বেড়েছে। সরকারের বিরুদ্ধে তথ্য চাপা দেওয়ারও অভিযোগ তুলছে বিরোধীরা।

Source: https://tv9bangla.com/kolkata/dengue-dengue-has-increased-at-a-serious-rate-in-kolkata-and-its-surrounding-7-areas-health-officials-said-in-a-meeting-today-au22-653526.html