লাইনে পড়ে যাওয়া যাত্রীকে বাঁচিয়ে এখন ‘সুপারম্যান’ কলকাতা মেট্রোর মোটরম্যান – Anandabazar Patrika

কলকাতা নিউজ

সুপার হিরোরা দূর থেকে দেখে ফেলেন শহরের কোন প্রান্তে কী গন্ডগোল হচ্ছে। কলকাতা মেট্রোর মোটরম্যান অমল দাসও ঝট করে দেখে ফেলেছিলেন। মেট্রোর অন্ধকার লাইনের উপর পড়ে থাকা মানুষটিকে। দূর থেকেই। তা না হলে বাঁচাতে পারতেন না।

নেতাজি ভবন মেট্রো স্টেশন। সময় তখন সকাল ৯টা বেজে ১৫ মিনিট। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে হঠাৎই শরীরের ভারসাম্য হারিয়ে লাইনে পড়ে যান এক বৃদ্ধ। মেট্রো স্টেশনে তখন বেশ দ্রুতগতিতেই ঢুকতে শুরু করেছে ট্রেন। লাইনে পড়ে থাকা মানুষটিকে দেখে অমল ঠিক সময়ে ব্রেক না কষলে দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু শেষ পর্যন্ত ঘটেনি।

মেট্রোলাইনে পড়ে যাওয়া মানুষটি যে টুকু জখম হন, তা ওই আচমকা পড়ে যাওয়ার জন্যই। তবে সেই আঘাত সামান্যই। ওই বৃদ্ধকে এরপর উদ্ধার করেন মেট্রোরেলের কর্মীরা। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ডেকে পাঠানো হয়। তাঁরাই এসে নিয়ে যান বৃদ্ধকে।

Source: https://www.anandabazar.com/west-bengal/kolkata/kolkata-metro-rewards-its-motorman-as-he-saves-life-of-a-passenger-who-fell-in-the-track-accidentally-dgtl/cid/1332485