কলকাতা বিমানবন্দরে বড় বিপর্যয়, ঘন কুয়াশার জেরে ২৮ টি বিমানকে দিল্লি-সহ ৭ শহরে জরুরী অবতরণ – Asianet News Bangla

কলকাতা নিউজ

 কলকাতা বিমান বন্দরে বড় বিপর্যয়। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায়  প্রায় ২৮ টি বিমানকে দিল্লি-সহ ৭ শহরে জরুরী অবতরণ  করানো হয়।

Author

Kolkata, First Published Feb 11, 2022, 11:10 AM IST

 কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড় বিপর্যয়। উল্লেখ্য, রাত পেরিয়ে সকালেও  ঘন কুয়াশায় ঢাকলো কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক পর্যায়ে প্রায় ২৮ টি ( 28 planes) বিমানকে দিল্লি-সহ ৭ শহরে অবতরণ করানো হয়।

প্রসঙ্গত, আগেই আবহাওয়া দফতর জানিয়েছে, ভোরের দিকে আগামী ৪৮ ঘন্টা দুই বঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।  কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি। আর সেই পূর্বাভাস মিলে গিয়েছে। এদিন সকালেও  ঘন কুয়াশায় ঢেকে যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলা। যার জেরে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যায়  কলকাতা বিমানবন্দরেও। যার ফলে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক পর্যায়ে  প্রায় ২৮ টি ( 28 planes) বিমানকে পাটনা, রাঁচি, ভুবনেশ্বর, লখনৌ, বাগডোগরা, গুয়াহাটি ও দিল্লীতে অবতরণ করানো হয়।

আরও পড়ুন, আজ কি সস্তা হল পেট্রোল-ডিজেল কলকাতায়, বেরোনোর আগে জানুন আপনার শহরের জ্বালানীর দাম

বিস্তারিত আসছে…

Last Updated Feb 11, 2022, 11:16 AM IST

Follow Us:

Download App:

  • android
  • ios

Source: https://bangla.asianetnews.com/kolkata/28-planes-made-emergency-landing-in-six-cities-including-delhi-due-to-dence-fog-in-kolkata-airport-rtb-r74l42