কলকাতা শ্রদ্ধায়, বিনম্র হয়ে স্মরণ করছে পঞ্চাশ বছর আগের সেই মুক্তিযুদ্ধেকে – mzamin.com

কলকাতা নিউজ

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার , ১ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিঃ

কলকাতা কথকতা

কলকাতা শ্রদ্ধায়, বিনম্র হয়ে স্মরণ করছে পঞ্চাশ বছর আগের সেই মুক্তিযুদ্ধকে

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(২ ঘন্টা আগে) ডিসেম্বর ১৫, ২০২১, বুধবার, ১১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২৭ পূর্বাহ্ন

পঞ্চাশ বছর আগে ১৬ই ডিসেম্বর, ১৯৭১ সনে তদানীন্তন পূর্ব পাকিস্তানে পদানত হয়েছিল জেনারেল নিয়াজি আর টিক্কা খানের পাক বাহিনী ৷ স্বাধীন বাংলাদেশ উদিত সূর্যের মতো মাথা তুলে দাঁড়িয়েছিল ৷ সেদিন ভারতীয় সেনাবাহিনী সাহায্যের হাত শুধু বাংলাদেশের মুক্তিবাহিনীর দিকে বাড়িয়ে দেয়নি, প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ নিয়েছিল তদানীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ৷ কলকাতার ফোর্ট উইলিয়াম কেল্লা থেকেই উড়ে গিয়েছিল পূর্বাঞ্চলীয় সেনা কর্তা জেনারেল জগজিৎ সিং অরোরার চপার৷ বাংলাদেশের মুক্তিসংগ্রামীরা আশ্রয় নিয়েছিলেন এই কলকাতাতেই ৷ তাই, আজও কলকাতা আর ঢাকা নিবিড় সূত্রে বাঁধা ৷ কলকাতা পালন করছে ১৬ই ডিসেম্বর এর সেই দিনটি শ্রদ্ধায়, বিনম্র চিত্রে ৷ ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনী যেমন পালন করবে দিনটি, তেমনই টেলিভিশন এর চ্যানেলে চ্যানেলে হবে নানা অনুষ্ঠান ৷ সংবাদপত্র বের করছে বিশেষ ক্রোড়পত্র ৷ সেই সময় দা স্টেটসম্যান সংবাদপত্রের হয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ কভার করতে গিয়েছিলেন সেদিনের তরুণ সাংবাদিক অভিজিৎ দাসগুপ্ত ৷ তিনি শোনালেন তাঁর সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা – একটা গোটা জাতি যেন ছুটছে স্বাধীনতার আকাঙ্খায় ৷ শক্তিশালী প্রতিপক্ষের গুলিতে লুটিয়ে পড়ছে হাজার হাজার মানুষ ৷ তবু অদম্য, অনমনীয় – আমারে দাবায়ে কেউ রাখতে পারবা না – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বজ্রকঠিন আওয়াজ যেন ধ্বনিত বাংলাদেশের পথে প্রান্তরে ৷ বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর আর শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ পালিত হচ্ছে এই বঙ্গেও৷ সেই সময় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রণবেশ সেন গ্রন্থিত দেবদুলাল বন্দোপাধ্যায় কথিত সংবাদভাষ্যগুলি প্রাণিত করেছিল মুক্তিযোদ্ধাদের৷ উপেন তরফদারের নিউজরিল উদ্বুদ্ধ করেছিল বাংলাদেশকে৷ তিনজনই আজ নেই৷ কিন্তু, ১৬ই ডিসেম্বর তাদের সেই কাজের টুকরো ফের প্রচারিত হবে ৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্মরণ করবে কলকাতা ৷ সার্কাস এভিনিউতে বাংলাদেশ উপদূতাবাসেও নানা অনুষ্ঠানের মধ্যে স্মরণ করা হবে সেই দিনটিকে৷ কলকাতা বইমেলা কর্তৃপক্ষের এবার মেলার থিম -বাংলাদেশ ৷ একত্রিশ জানুয়ারি থেকে এই বইমেলায় উঠে আসবে এক টুকরো বাংলাদেশ৷ প্রতিবেশী রাষ্ট্রকে কুর্নিশ জানায় ভারত এভাবেই৷

পাঠকের মতামত

**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

image

অন্যান্য খবর

  • imageআজ গোয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি, প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূলে যোগ দিতে পারেন
    কলকাতা কথকতা
  • image মমতার কাজের তারিফ শাহরিয়ার আলমের
    কলকাতা কথকতা
  • imageকোভিড নিয়ে কলকাতাকে সতর্ক করল কেন্দ্র, ৭৬ বছরের বাংলাদেশ ফেরত বৃদ্ধ ওমিক্রন সন্দেহ তালিকায়
    কলকাতা কথকতা
  • imageওমিক্রন আতঙ্কের মাঝেই কলকাতা মেতে উঠছে ভোট আর ক্রিসমাস উৎসব নিয়ে
    কলকাতা কথকতা
  • image স্মৃতি ফিরে পেলেন মহিলা, জানালেন বাড়ি পটুয়াখালী
    কলকাতা কথকতা
  • imageভারতে ওমিক্রন আক্রান্ত ৩২, কলকাতায় তরুণীর নমুনা জিনোম সিকোয়েন্সিং এ পাঠানো হল
    কলকাতা কথকতা
  • imageউচ্চমাধ্যমিকে প্রথম রুমানা সুলতানার বাড়িতে হঠাৎ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    কলকাতা কথকতা
  • imageমধুলিকা রাওয়াতের মৃত্যুতে আবার অনাথ হলো আড়াইশো শিশু     
    কলকাতা কথকতা
  • imageকংগ্রেসের দুই শীর্ষ নেতা কি তৃণমূলে? গুঞ্জন কলকাতায় (অডিও)
    কলকাতা কথকতা
  • image মমতা পরেন ছেঁড়া চটি, ভাতৃবধূর সম্পত্তি কয়েক কোটির
    কলকাতা কথকতা
  • imageডিসেম্বরের মাঝামাঝি কলকাতা চতুর্থ ভ্যাকসিন পাচ্ছে- জাইকোভ ডি
    কলকাতা কথকতা
  • image ভারতে ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে আজই         
    কলকাতা কথকতা
  • imageনাগাল্যান্ডের গণহত্যার বিচারবিভাগীয় তদন্ত চাইলেন মমতা, আজ তৃণমূল সংসদীয় দল যাচ্ছে
    কলকাতা কথকতা
  • image আরও দুর্বল হয়েছে সাইক্লোন জাওয়াদ, লাল সতর্কতাকে বহু জায়গায় কমলা করা হল
    কলকাতা কথকতা
  • imageকলেজের মধ্যেই ছাত্রী ধর্ষিত, রাজ্য পুলিশ কর্তাদের মাথায় হাত
    কলকাতা কথকতা
  • imageঘূর্ণিঝড় জাওয়াদ আসছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গে বিপর্যয়ের সম্ভাবনা
    কলকাতা কথকতা
  • imageবাঘের ঘরে ঘোঘের বাসা
    কলকাতা কথকতা
  • image কলকাতা পুরভোটে বিক্ষুব্ধ প্রার্থীর সংখ্যা বাড়ছে
    কলকাতা কথকতা
  • image সেঞ্চুরি হাঁকালো টমেটো, গৃহস্থের মাথায় হাত
    কলকাতা কথকতা
  • image কলকাতার যুবক স্ত্রীকে তুলে দিল পাকিস্তানি তরুণের হাতে
    কলকাতা কথকতা
  • imageতিনদিনের সফরে মমতা মুম্বাইয়ে
    কলকাতা কথকতা
  • image এন্টিবডি কমছে কলকাতার চিকিৎসকদের, ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে
    কলকাতা কথকতা
  • imageশনিবার রাজ্যে বাড়লো করোনা সংক্রমণ, কলকাতার ডাবল সেঞ্চুরি
    কলকাতা কথকতা
  • imageযশরতের সম্পর্কে কি ফাটল? নাকি নিছকই গিমিক
    কলকাতা কথকতা
  • image তৃণমূলের পুর প্রার্থী তালিকায় উত্তরাধিকার তন্ত্র, দল বলছে- নতুন প্রজন্মের আগমন
    কলকাতা কথকতা
  • imageতৃণমূলের প্রার্থীতালিকা আজ? বিজেপি-বামেরাও তৈরি পুরভোট নিয়ে
    কলকাতা কথকতা

Source: https://m.mzamin.com/article.php?mzamin=306842