কলকাতা তার দ্বিতীয় বাড়ি! KKR নিয়ে আবেগে ভাসলেন সুনীল নারিন – HT Bangla

কলকাতা নিউজ

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার সুনীল নারিনকে ২০২২ সালের IPL মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) ফ্র্যাঞ্চাইজি রিটেন করেছে। অলরাউন্ডারকে ৬ কোটি টাকায় ধরে রাখা হয়েছে। নারিন একটি শর্ট ফিল্ম দ্য কামব্যাক কিং-এ বলেছেন,  ‘কেকেআর ছাড়া আমার আর কোনও জায়গা নেই কারণ আমি এখানে আমার সমস্ত ক্রিকেট খেলেছি। আমি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব চালিয়ে যেতে চাই এটা বাড়ি থেকে দূরে, আমার দ্বিতীয় বাড়ি। তাই, আমি আশা করি এটি অব্যাহত থাকবে।’ 

নিজের বোলিং অ্যাকশন নিয়ে মুখ খুলেছেন সুনীল নারিন। তিনি জানিয়েছেন, ‘এটি (২০২০ সালে অবৈধ বোলিং অ্যাকশনের কথা বলা হচ্ছিল) কঠিন ছিল! কিন্তু দিনের শেষে ক্রিকেট আমার জন্য সহজ ছিল না। আমার যা কিছু আছে তার জন্য আমাকে কাজ করতে হয়েছে। সুতরাং, এটি ছিল অন্য একটি ধাপের পাথরের মতো যেখানে আমাকে গভীর খনন করতে হয়েছিল, কঠোর পরিশ্রম করতে হয়েছিল এবং শীর্ষে আসতে হয়েছিল।’ 

সুনীল নারিন আইপিএলে ১৩৪টি ম্যাচ খেলেছেন এবং ২৪.৫৩ গড়ে ১৪৩টি উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি টুর্নামেন্টে ৯৫৪ রান করেছেন এবং তার রয়েছে ১৬১.৬৯ এর বিশাল স্ট্রাইক রেট। নারিনের পাশাপাশি, কেকেআরও আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী এবং বেঙ্কটেশ আইয়ারকে ধরে রেখেছে। নারিন দুইবারের আইপিএল চ্যাম্পিয়নদের সঙ্গে ভবিষ্যতেও নিজের কাজ চালিয়ে যেতে চান।

Source: https://bangla.hindustantimes.com/sports/kolkata-is-his-second-home-sunil-narine-opened-his-mouth-again-with-kkr-31638524970048.html