KMC Elections 2021: বিধানসভার প্ল্যানেই কলকাতা পুরসভা, প্রতি ওয়ার্ডের ‘তুরুপের তাসে’ নজর তৃণমূলের! – News18 Bangla

কলকাতা নিউজ

#কলকাতা: দরজায় কড়া নাড়ছে কলকাতা পুরভোট। আর এই ভোটেও তৃণমূলের তুরুপের তাস হতে চলেছে মহিলা ভোট। কলকাতা পুর এলাকায় মহিলা ভোটার ১৯ লক্ষ ৩০ হাজার ৪৪১ জন। পুরুষ ২১ লাখ ১৭ হাজার ৮৩৮ জন। মোট ভোটার ৪০ লাখ ৪৮ হাজার ৩৫২ জন। অর্থাৎ, মোট ভোটারের প্রায় ৫০ % মহিলা। কলকাতা পুর এলাকায় সর্বোচ্চ মহিলা ভোটার রয়ছে ৬৬ নম্বর ওয়ার্ডে। ৪৪ হাজার ৬৪৩ জন। আর, সবচেয়ে কম মহিলা ভোটার আছে ৪৯ নম্বর ওয়ার্ডে, ৪ হাজার ৪১৮ জন।

ওয়ার্ড ভিত্তিক মহিলা ভোটারের হিসাব:

ওয়ার্ড ১- ৪৩
১) ৫ হাজার এর নিচে – ২ টি ওয়ার্ড ( ২২ ও ৪২)

২) ৫ থেকে ১০ হাজার পর্যন্ত – ২৪ টি ওয়ার্ড

৩) ১০ হাজারের বেশি থেকে ১৫ হাজার পর্যন্ত — ৭ টি ওয়ার্ড

৪) ১৫ হাজারের বেশি ২০ হাজারের কম – ৫ টি ওয়ার্ড

৫) ২০ হাজার এর বেশি ৫ টি ওয়ার্ড

ওয়ার্ড ৪৪ থেকে ৮৭

১) নম্বর শ্রেণীতে ৩ টি ওয়ার্ড ( ৪৫, ৪৯ ও ৮৭)

২) নম্বর শ্রেণীতে ১৮ টি ওয়ার্ড

৩) নম্বর শ্রেণীতে ৭ টি ওয়ার্ড

৪) নম্বর শ্রেণীতে ১০ টি ওয়ার্ড

৫) নম্বর শ্রেণীতে ৬ টি ওয়ার্ড

ওয়ার্ড ৮৮ থেকে ১৩১

১) নম্বর শ্রেণীতে — নেই

২) নম্বর শ্রেণীতে — ৩ টি ওয়ার্ড

৩) নম্বর শ্রেণীতে ১৬ টি ওয়ার্ড

৪) নম্বর শ্রেণীতে ১৬ টি ওয়ার্ড

৫) নম্বর শ্রেণীতে ৯ টি ওয়ার্ড

ওয়ার্ড ১৩২ থেকে ১৪৪

১) নম্বর শ্রেণীতে — নেই

২) নম্বর শ্রেণীতে — ৪

৩) নম্বর শ্রেণীতে — ৭ টি

৪) নম্বর শ্রেণীতে — ২ টি

৫) নম্বর শ্রেণীতে —নেই

★ এই পরিসংখ্যান থেকে স্পষ্ট

★ কলকাতা পুরসভা এলাকায় মোট ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ২০ টি ওয়ার্ড রয়ছে যেখানে মহিলা ভোটার ২০ হাজারের বেশি।

★ ১০ হাজার থেকে ২০ হাজারের মধ্যে ওয়ার্ড রয়ছে মোট ৬০ টি।

আরও পড়ুন: মমতার ওয়ার্ডে অস্বস্তি কাটল তৃণমূলের, অভিমান ভুলে মনোনয়ন প্রত্যাহার করছেন রতন

★ KMC এলাকায় ছোট, বড় মিলিয়ে বস্তি রয়ছে যেমন, উত্তরে কাশীপুর, বেলগাছিয়া থাকে শুরু করে মানিকতলা পর্যন্ত প্রায় ১৫ টি ওয়ার্ডে। মধ্য কলকাতার এন্টালি, বেলেঘাটা, পার্ক সার্কাস, ট্যাংরা, তপসিয়ার মত এলাকার প্রায় ৭ টি ওয়ার্ডে।

★দক্ষিণ কলকাতার, কালিঘাট, চেতলা, ভবানীপুর, একবালপুর, খিদিরপুর, মেটিয়াব্রুজ এর প্রায় ২০ টির বেশি ওয়ার্ডে

আরও পড়ুন: ডেস্টিনেশন গোয়া! মমতা অভিষেকের জোড়া সফরে কি নতুন সমীকরণের ইঙ্গিত?

★ মমতার লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী প্রকল্পের গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।

★ রুপশ্রী, কন্যাশ্রীর মত প্রকল্পগুলিও বাড়তি গুরুত্ব পাবে।

★ বাম জামানার বদলের পর বস্তি, কলোনী এলাকার বাম ভোট অনেকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে।

Source: https://bengali.news18.com/news/kolkata/woman-voters-will-be-a-big-factor-in-kmc-elections-2021-sb-699481.html