কলকাতা ও লাগোয়া ৫ জেলা এবং দার্জিলিং বাদ দিলে রাজ্যে অ্যাক্টিভ কেস ১,৮৮৩ – HT Bangla

কলকাতা নিউজ

রাজ্যে করোনা সংক্রমণের হারে শুক্রবার মোটের ওপর স্থিতাবস্থা জারি রইল। তবে সামান্য বাড়ল সুস্থতার হার। বাড়ল দৈনিক মৃত্যুও।

শনিবার স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুসারে রাজ্যে মোট ৩৬,১১৭টি নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ৭২৫টিতে সংক্রমণ হয়েছে। যা পরীক্ষা হওয়া নমুনার ২.০১ শতাংশ। কলকাতায় আত্রান্তের সংখ্যা নেমেছে ২০১-এ। উত্তর ২৪ পরগনায় ১২৫এ। শুক্রবার রাসপূর্ণিমার ছুটি থাকায় পরীক্ষা কম হয়েছে বলে অনুমান। রাজ্যে মোট সংক্রমণ বেড়ে হয়েছে ১৬.০৯ লক্ষ।

রাজ্যে এদিন করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। তিন জন করে করোনার শিকার হয়েছেন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। রাজ্যে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৯,৩৭৬।

[embedded content]

এদিন রাজ্যে সুস্থ হয়েছেন ৭৭৫ জন। অ্যাক্টিভ কেস কমেছে ৬২টি। সুস্থতার হার সামান্য বেড়ে হয়েছে ৯৮.৩০ শতাংশ। কলকাতা ও লাগোয়া ৫ জেলা এবং দার্জিলিং বাদ দিলে বাকি রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১,৮৮৩।

Source: https://bangla.hindustantimes.com/bengal/kolkata/west-bengal-covid-19-update-31637422416326.html