সিরিজ ভারতের, তবু টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে উত্তাল কলকাতা, ঘণ্টা বাজাবেন সৌরভ – mzamin.com

কলকাতা নিউজ
রাঁচিতেই টি টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিয়েছে রোহিত শর্মার ভারতীয় দল। তবু, ইডেনে ভারত-নিউজিলান্ডের টি টোয়েন্টি ম্যাচ ঘিরে কলকাতায় উন্মাদনা। কোভিড পরবর্তীতে কলকাতার প্রথম বড় স্পোর্টিং ইভেন্ট ঘিরে উৎসাহ উদ্দীপনার শেষ নেই। ইডেনে ৬৮ হাজার লোক খেলা দেখতে পারে। ৭০ শতাংশ টিকিট বিক্রির অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। তার অর্থ বিক্রয়যোগ্য টিকিটের পরিমান ছিল ৪৭ হাজার ছশো।

অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায়। এই উন্মাদনার কারণ আছে।

ইডেনে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে ভারত-বাংলাদেশ পিঙ্ক বল টেস্ট ২০১৯ এর অক্টোবরে। তারপর পান্ডেমিকের কারণে খেলা বন্ধ। দুবছর পর আন্তর্জাতিক ক্রিকেট। উন্মাদনা তো হবেই।

রোববার সৌরভ গঙ্গোপাধ্যায় ঘন্টা বাজিয়ে টি টোয়েন্টি ম্যাচের সূচনা করবেন। রাঁচি থেকে দুদলই পৌঁছে গেছে কলকাতায়। নিউজইল্যান্ড দল অনুশীলন করবে সল্ট লেকে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে। ভারত ইডেনে। তবে, অনুশীলনটি অপশনাল রাখা হয়েছে।

Source: https://m.mzamin.com/article.php?mzamin=302906