কলকাতা হাইকোর্টের রায় নাকচ সুপ্রিম কোর্টে, কালীপুজোয় পরিবেশ বান্ধব বাজি ফাটানোয় অনুমতি – mzamin.com

কলকাতা নিউজ

বিশেষ সংবাদদাতা, কলকাতা

কলকাতা কথকতা (২৩ মিনিট আগে) নভেম্বর ২, ২০২১, মঙ্গলবার, ১১:১৮ পূর্বাহ্ন

ফাইল ফটো

করোনা কালে ঠিক গতবছরের মত সব ধরণের আতশবাজি নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট সেই রায় নাকচ করে জানাল কালীপুজো ও দীপাবলিতে পরিবেশ বান্ধব অর্থাৎ গ্রিন আতশবাজি ফাটানো যাবে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড আগেই রাত আটটা থেকে ১০ টা পর্যন্ত পরিবেশ বান্ধব বাজি ফাটানোর অনুমতি দিয়েছিল। সুপ্রিম কোর্ট তাদের রায়ে স্পষ্ট বলেছে কোনও ধরণের শব্দবাজি বা পরিবেশ বিঘ্নিত হতে পারে এমন বাজি ফাটানো যাবে না। বাজি ব্যাবসায়ীরা নেই মামার থেকে কানা মামা হাতে পেয়ে কিছুটা খুশি। তবে, প্রশ্ন উঠেছে কে বিচার করবে কোন বাজি পরিবেশ বান্ধব আর কোনটা নয়!

Source: https://www.mzamin.com/article.php?mzamin=300145