Ban on Firecrackers: নজর বহুতলে, বাজি ফাটলেই কড়া ব্যবস্থা, সতর্ক করে দিল কলকাতা পুলিশ – News18 বাংলা

কলকাতা নিউজ

#কলকাতা: কালীপুজো বা তার আগে পরে কোনওভাবেই কোনও ধরনের শব্দবাজি ফাটানো যাবে না (Ban on Firecrackers)৷ আদালতের নির্দেশ মানতে থানাগুলিকে কড়া নির্দেশ দিল লালবাজার (Kolkata Police)৷ বিশেষত শহরের বহুতলগুলিতে নজরদারি চালানোর বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত থানাকে৷

রাজ্যে সব ধরনের বাজি ফাটানোর উপরই নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট (Ban on Firecrackers)৷ আদালতের নির্দেশ অমান্য করে যাতে শহরে বাজি ফাটানোর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে চাইছে লালবাজার৷ সেই কারণেই এ দিন সবকটি থানাকে নিয়ে বৈঠক করা হয়৷

আরও পড়ুন: কালী পুজোয় কোনও বাজি নয়, দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ বাতিল করল হাইকোর্ট

বৈঠকে থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনও উপায়েই হোক না কেন, শহরে বাজি ফাটানো বন্ধ করতে হবে৷ বিশেষত কোনও বহুতল থেকে বাজি ফাটানোর ঘটনা নজরে এলে সংশ্লষ্টি বহুতলের আবাসিক কমিটির সম্পাদক বা সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে৷ বিভিন্ন থানা এলাকার বহুতলের আবাসিকদের এই বার্তাও জানিয়ে দিয়ে সতর্ক করে দিতে বলা হয়েছে৷

পাশাপাশি জগদ্ধাত্রী পুজো পর্যন্ত যাতে কোনও ভাবেই বাজি বিক্রি না হয়, তার জন্য কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিভিন্ন জায়গায় থাকবে নাকা চেকিংয়ের ব্যবস্থা৷ ডিসি পদমর্যাদার আধিকারিকরা নিজেরা রাস্তায় নেমে নজরদারি চালাবেন৷ বাজির পাচার বন্ধ করতে অভিযান চালাবেন সশস্ত্র পুলিশ বাহিনী এবং গোয়েন্দারা৷ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নজরদারি চালিয়ে এবং হানা দিয়ে প্রায় ২৩০০ কেজি বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ শুক্রবার পোর্ট এলাকা থেকে ১০৭ কেজি বাজি সহ একজনকে গ্রেফতার করা হয়েছে৷

কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা সরকার জানিয়েছেন, ‘বাজি ফাটানো আটকাতে কোনওরকম শিথিলতা দেখানো হবে না৷ বিশেষত বহুতলগুলির উপরে কড়া নজরদারি চালানো হবে৷ বহুতলের আবাসিকদেরও সতর্ক করা হবে৷’

Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-police-will-keep-special-watch-on-residential-apartments-to-stop-use-of-firecrackers-in-diwali-dmg-682602.html