কলকাতা ও শহরতলিতে করোনার বাড়বৃদ্ধি অব্যাহত, দুই-তৃতীয়াংশ সক্রিয় ৫ জেলায় – Oneindia Bengali

কলকাতা নিউজ

West Bengal

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News
image

কলকাতা ও শহরতলিতে করোনার দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে। মহানগরের পাঁচ জেলায় দুই-তৃতীয়াংশ সক্রিয় বর্তমানে। মোট ৮৩০০ সক্রিয়ের মধ্যে কলকাতা ও শহরতলির ৫ জেলায় সক্রিয়ের সংখ্যা ৫৫০০-র ঊর্ধ্বে। বাকি ১৮ জেলায় করোনা সক্রিয় তিন হাজারেরও কম। পুজোর ভিড় যে করোনার গ্রাফকে এবং সক্রিয়ের বাড়বৃদ্ধিকে ঊর্ধ্বমুখী করেছে, তা বলার অপেক্ষা রাখে না। এখনও বাংলার কালীপুজো ও দীপাবলি এবং জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে হবে, সেটাই মস্তবড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

কলকাতা-শহরতলিতে করোনার বৃদ্ধি, দুই-তৃতীয়াংশ সক্রিয় ৫ জেলায়

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৮০। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৭২ জন। উত্তর ২৪ পরগনায় ১৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ চারদিন ধরেই পৌনে তিনশোর আশেপাশে থেকেছে। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর আশেপাশে। সক্রিয়ের সংখ্যায় কলকাতা ২২০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এদিন ১৪ জন বেড়েছে কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২২২৬৭। এদিন কলকাতায় ২৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১৪৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৪৯০২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২১৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৩৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৯১১৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮২৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২২৯৫০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৩৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৪৩ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৮৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০০৮৮২ জন। হাওড়ায় আক্রান্ত ৯৮৬৮৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮২ জন। হুগলিতে ৭৩ জন বেড়ে আক্রান্ত ৮৫২৪২ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৪ জন, কোচবিহারে ১১ জন, দার্জিলিংয়ে ৪১ জন, কালিম্পংয়ে ৩ জন, জলপাইগুড়িতে ১৪ জন, উত্তর দিনাজপুরে ৩ জন, দক্ষিণ দিনাজপুরে ১৬ জন, মালদহে ১২ জন, মুর্শিদাবাদে ১০ জন, নদিয়ায় ৪৫ জন, বীরভূমে ৩৫ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ২৫ জন, ঝাড়গ্রামে ২ জন, পশ্চিম মেদিনীপুরে ২২ জন, পূর্ব মেদিনীপুরে ১৬ জন, পূর্ব বর্ধমানে ২২ জন, পশ্চিম বর্ধমানে ৩৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।

  • করোনাকালে আত্মহত্যার পরিমাণ বেড়েছে ১০ শতাংশ, তালিকায় শীর্ষে দিনমজুরেরা! বলছে রিপোর্ট
  • কলকাতায় করোনা আক্রান্ত প্রতিদিন প্রায় ৩০০! সক্রিয়ের সংখ্যা বেড়ে ২১০০ অতিক্রান্ত, উদ্বেগ
  • এবার বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকাকরণ হবে, চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে মোদী সরকার
  • বাংলায় করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ তিনদিন ধরে ঊর্ধ্বমুখী, লাগাম সংক্রমণের হারে
  • শুধু লোকাল ট্রেনেই নয়, সিনেমা হল থেকে বিয়ে বাড়ি-রেস্টূরেন্টে বড় ছাড় নবান্নের! রইল বিস্তারিত
  • ক্লাস শুরুর আধ ঘন্টা আগেই পৌঁছতে হবে স্কুলে, ভাগ করা হবে একাধিক শ্রেণিকে! এক নজরে রইল বিধি
  • লোকাল ট্রেন চালানোতে ছাড় রাজ্যের! অনুমতি মিলতেই পরিষেবা স্বাভাবিক করতে নামল রেল
  • দিওয়ালির আগে করোনা গ্রাফ ঘিরে চড়ছে উদ্বেগ, দৈনিক মৃতের সংখ্য়ায় ফের বৃদ্ধি
  • নভেম্বরের মধ্যেই ৩০ কোটি ভ্যাকসিন বানানোর টার্গেট ভারতের! তৈরি হবে ZyCoV-D
  • ফের শোনা যাচ্ছে তৃতীয় ঢেউয়ের ঢক্কানিনাদ, বেঙ্গুলুরুতে নয়া করোনা স্ট্রেনের দাপট নিয়ে বাড়ছে আশঙ্কা
  • ১০০০ ছুঁই ছুঁই দৈনিক সংক্রমণ, কলকাতার ৫টি ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন ঘোষণা পুরসভার
  • মানসিক অবসাদের ওষুধেই বাজিমাত, ৩২ শতাংশ পর্যন্ত কমছে করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তির ঝুঁকি

English summary

Coronavirus active case of Kolkata and suburb districts almost two-third of whole West Bengal. Coronavirus infection increased to five districts.

Story first published: Saturday, October 30, 2021, 19:26 [IST]

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/coronavirus-active-case-of-kolkata-and-suburb-districts-almost-two-third-of-whole-west-bengal-147702.html