টস জিতে বোলিংয়ে কলকাতা, আজও নেই সাকিব – জাগো নিউজ

কলকাতা নিউজ

আন্দ্রে রাসেলের চোট। অবশেষে আইপিএল আরব আমিরাতপর্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ মিলতে পারে সাকিব আল হাসানের। এমন খবরই শোনা যাচ্ছিল ভারতীয় গণমাধ্যমে।

কিন্তু সেটা সত্য হয়নি। সাকিব আজও নেই কলকাতার একাদশে। রাসেলের চোটে বিদেশি কোটায় ঢুকেছেন টিম সাউদি। কলকাতার জার্সিতে আজই অভিষেক হচ্ছে কিউই পেসারের।

শারজায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। অর্থাৎ দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাটিং করবে।

কলকাতা একাদশ
শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, রাহুল ত্রিপাথি, নিতিশ রানা, ইয়ন মরগ্যান, দিনেশ কার্তিক, টিম সাউদি, লুকি ফার্গুসন, সুনিল নারিন, বরুণ চক্রবর্তী, সন্দ্বীপ ওয়ারিয়র।

দিল্লি একাদশ
শিখর ধাওয়ান, স্টিভেন স্মিথ, শ্রেয়াস আয়ার, রিশাভ পান্ত, সিমরন হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, আভেশ খান।

এমএমআর/এমএস

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন – [email protected]

Source: https://www.jagonews24.com/sports/cricket/702933