কলকাতা: আর্থিক সংকটে বেসরকারি স্কুল ছাড়ছে শিক্ষার্থীরা – DW (বাংলা)

কলকাতা নিউজ

কলকাতার বাসিন্দা বাদ্যশিল্পী সুকান্ত স্বরের ছেলে শহরের নামকরা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র৷ করোনা মহামারির লকডাউনের কারণে তার উপার্জন কমে গেছে৷ কেননা জমায়েত নিষিদ্ধ হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান তেমন একটা হয় না৷ আর তাই পরিবার নিয়ে আর্থিক সংকটে আছেন তিনি৷ সন্তানের স্কুলের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে৷ ফলে ছেলেকে সরকারি স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন সুকান্ত৷   

ডয়চে ভেলের সাথে আলাপকালে এ শিল্পী জানান, ‘‘আমি পেশায় বাদ্যশিল্পী৷ লকডাউনে কারণে জমায়েত, অনুষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে আছি৷ তাই ছেলেকে নিয়ে গিয়েছি সরকারি স্কুলে, শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে৷’’

কোভিড অতিমারিতে অর্থনীতি আক্রান্ত হওয়ায় এমন বেকায়দায় আছেন সমাজের নানা শ্রেণি ও পেশার মানুষ৷ কারো উপার্জন কমেছে আবার কারো উপার্জন একেবারে তলানিতে এসে ঠেকেছে৷ আর এর মারাত্মক প্রভাব বেসব পরিবারের সন্তানদের পড়াশোনায়৷ কেননা, আর্থিক চাপে থাকা অনেক অভিভাবকের পক্ষে সন্তানের শিক্ষার খরচ মেটানো কঠিন হয়ে উঠেছে৷

পর্যবেক্ষকরা বলছেন, শহরের নামিদামি স্কুলে পড়ুয়া অনেক শিক্ষার্থীর অভিভাবক করোনা মহামারির সময়ে স্কুলের খরচ বহন করতে পারছে না৷ সেই কারণে স্কুল থেকে ট্রান্সফার নিয়ে নিচ্ছেন, অর্থাৎ বদলি করে কম খরচের স্কুলে নিয়ে যাচ্ছে৷ 

স্থানিয় বাসিন্দা সুপ্রিয় ভট্টাচার্যের ছেলেও স্কটিশ চার্চের ছাত্র৷ কলকাতার ২৫টি স্কুলের অভিভাবকদের সংগঠন ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশন-এর আহ্বায়ক সুপ্রিয় ডয়চে ভেলেকে বলেন, ‘‘ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে৷ পরীক্ষা মিটলেই ছাড়িয়ে নেব৷ বেশি দিন চালাতে পারব না৷’’

তিনি জানান, করোনার সময়ে খরচ মেটাতে না পেরে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল থেকে শ-খানেক শিক্ষার্থী অন্য স্কুলে চলে গেছে৷

প্রথম সারির একাধিক ইংরেজিমাধ্যম স্কুলের কর্তৃপক্ষের সাথে কথা বলেও এমন তথ্যই পাওয়া গেছে৷

জানা গেছে, শহরের সেন্ট অগাস্টিন ডে স্কুল থেকে ২৫জন শিক্ষার্থী ট্রান্সফার সার্টিফিকেট বা শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়ার সনদ চেয়েছে৷ তাছাড়া ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলের ৮জন শিক্ষার্থী বদলি হতে চাইছে৷ মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি ও বিড়লা ভারতীর অনেক শিক্ষার্থীও স্কুল ছাড়তে চেয়েছে বলে খবর পাওয়া গেছে৷

মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমির অধ্যক্ষ অঞ্জনা সাহা বলেন, ‘‘অনেক ছেলেমেয়ে পিতৃহারা হয়েছে৷ তাদের মায়েরা চিঠি লিখছেন, উপার্জনের কেউ নেই৷ কীভাবে খরচ চালাবেন৷’’

এদিকে অভিভাবকরা মনে করেন, স্কুল বদলের ফলে ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হবে৷ অতিমারির সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন পাঠদানের ব্যবস্থা করেছে৷ তবে পরিকাঠামোগত সুবিধা সরকারি স্কুলগুলোতে কম৷ আর তাই অনেক অভিভাবক কষ্ট হলেও সন্তানদের স্কুল বদল করাতে চাইছে না কেননা এর ফলে তাদের পড়াশোনা যেমন ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে তারা মানসিক চাপে পড়বে৷

পেশায় ব্যবসায়ী শুভজিৎ গঙ্গোপাধ্যায়ের ছেলে নর্মদা হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে৷ শুভজিৎ ডয়চে ভেলেকে বলেন, ‘‘সমস্যা হলেও খরচ জুগিয়ে যাচ্ছি৷ ভাল স্কুল থেকে ছেলেকে ছাড়াতে চাই না৷ তাতে পড়াশোনার ক্ষতি, সেই সাথে তার উপর মানসিক চাপ পড়বে৷’’

তবে সরকারি স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়নের উপর জোর দিচ্ছেন শিক্ষকরাও৷ কলকাতার বাগবাজারের হরনাথ হাইস্কুলের প্রধান শিক্ষক পদ্মশ্রী বিজেতা কাজি মাসুম আখতার ডয়চে ভেলেকে বলেন, ‘‘সরকারি স্কুলের পরিকাঠামো উন্নত করতে হবে৷ শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়া জরুরি৷ তা হলে যে পড়ুয়ারা আসবে, তারা ভবিষ্যতে ফিরে যাবে না৷’’ এটিকে বাংলামাধ্যম স্কুলের হারানো গৌরব ফিরে পাওয়ার সুযোগ হিসেবে নিতে চাইছেন তিনি৷

এদিকে কয়েকমাস ধরে স্কুলের বকেয়া বেতন নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবক সংগঠনের মধ্যে আইনি লড়াই চলছে৷ অভিভাবকরা গণস্বাক্ষর সংগ্রহ করে আন্দোলন চালিয়েছেন৷ আদালত বলেছে, ফি বকেয়া থাকলেও কোনও পড়ুয়াকে বহিষ্কার করা যাবে না৷ পরীক্ষাতেও বসতে দিতে হবে৷

তবে এমন রায়ের পরেও কেন ছেলেমেয়েদের অন্য স্কুলে নিয়ে যাচ্ছেন বাবা-মায়েরা? অভিভাবকদের বক্তব্য, আদালত নির্দেশ দিলেও তা কার্যকর হয় না৷ আর তাই কোনো ব্যবস্থাও নেওয়া হয় না৷ ছেলেমেয়েদের ট্রান্সফার করাতে বাধ্য হতে হয়৷

Source: https://www.dw.com/bn/%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE/a-59384419