কলকাতা শহর ও শহরতলির ৫ জেলায় করোনার উদ্বেগ, মুর্শিদাবাদে দ্রুত কমছে সক্রিয় – Oneindia Bengali

কলকাতা নিউজ

West Bengal

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News
image

কলকাতা ও শহরতলির ৫ জেলায় করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনার সংক্রমণ যথারীতি ১০০-র উপরে। বাকি তিন জেলায় অর্থাৎ হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় ৫০-এর আশেপাশে দৈনিক সংক্রমণ। এদিকে ৬ জেলায় সক্রিয়ের সংখ্যা কমে ১০০-র নিচে নেমে গিয়েছে। তার মধ্যে তিন জেলায় সক্রিয়ের সংখ্যা ৫০-এরও কম। সবথেকে কম ১৮ জন সক্রিয় মুর্শিদাবাদে। বাংলার ৭ জেলার সংক্রমণ ১০-এর নিচে।

কলকাতা শহর ও শহরতলির ৫ জেলায় করোনার উদ্বেগ

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭২৮। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১২৭ জন। উত্তর ২৪ পরগনায় ১২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ আবারও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ ১২০-র উপরে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে সামান্য এগিয়ে কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৫০৩৬। এদিন কলকাতায় ১২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০৩৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৮৬৯৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩০৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৩৯৩৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২১ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬৮৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৭৯৭৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৭৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৮৫৫৫ জন। হাওড়ায় আক্রান্ত ৯৬৩৪৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬১ জন। হুগলিতে ৫৯ জন বেড়ে আক্রান্ত ৮৩৮১২ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৭ জন, কোচবিহারে ১৪ জন, দার্জিলিংয়ে ৩৩ জন, কালিম্পংয়ে ৫ জন, জলপাইগুড়িতে ২৭ জন, উত্তর দিনাজপুরে ৪ জন, দক্ষিণ দিনাজপুরে ১৮ জন, মালদহে ৫ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৪৯ জন, বীরভূমে ৪ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ২৫ জন, ঝাড়গ্রামে ১১ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৭ জন, পূর্ব মেদিনীপুরে ২৭ জন, পূর্ব বর্ধমানে ২২ জন, পশ্চিম বর্ধমানে ২১ জন আক্রান্ত হয়েছেন এদিন।

  • Daily News Update: সামশেরগঞ্জে ভোটে লড়বেন কংগ্রেস প্রার্থী, পঞ্জাবে নয়া মুখ্যমন্ত্রী, দেখুন খবরের আপডেট
  • করোনাভাইরাসের পরবর্তী ঢেউ আঘাত হানতে পারে যেসব কারণে
  • করোনা টিকাদানে রেকর্ডের নেপথ্যে ‘লজিস্টিক অভ্যুত্থান’! দেশজুড়ে ১.১০ লক্ষ বুথ
  • মোদীর জন্মদিনেই তৈরি নয়া রেকর্ড! দৈনিক টিকাকরণ ছাপিয়ে গেল ২ কোটির গণ্ডি, মিনিটে ৪২ হাজার
  • এসেছে বড় লগ্নি, বাড়ছে কর্মসংস্থান! করোনা মন্দা কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে তথ্য-প্রযুক্তি ক্ষেত্র
  • বাংলায় ৬ জেলায় করোনা সক্রিয় ১০০-র নিচে, কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংখ্যায় উদ্বেগ
  • বাংলায় টানা চারদিন দৈনিক করোনা সংক্রমণ ৭০০-র উপরে, সক্রিয় কমছে ধীরলয়ে
  • কোভিড চিকিৎসার ওষুধের GST ছাড়ের মেয়াদ বাড়াল মোদী সরকার, কাউন্সিলের বৈঠকে বড় ঘোষণা
  • উৎসবের মাসে বাড়তে পারে করোনার ঝুঁকি, উদ্বেগ বাড়াচ্ছে মিজোরাম, জানালো কেন্দ্র
  • ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ বাড়ল ১২.৫ শতাংশ, কেরল ঘিরে ত্রাস অব্যাহত
  • ভুয়ো ‌কোভিড টিকাকরণ শংসাপত্র টেলিগ্রামে পাওয়া যাচ্ছে ৫ হাজারে, ফাঁদে পড়েছেন বহু ভারতীয়
  • ‘বুস্টার ডোজ’ এখনই নয়, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সবাইকে দেওয়াই লক্ষ্য কেন্দ্রের

English summary

Coronavirus increases anxiety in five districts around Kolkata in West Bengal. Kolkata and North 24 Pargana’s active case almost 1300.

Story first published: Saturday, September 18, 2021, 19:00 [IST]

Source: https://bengali.oneindia.com/news/west-bengal/coronavirus-increases-anxiety-in-five-districts-around-kolkata-in-west-bengal-144770.html