কলকাতা বিমানবন্দরে বিমানের চাকা ফেটে দুর্ঘটনা – ABP Ananda

কলকাতা নিউজ

সমিত সেনগুপ্ত, কলকাতা:  কলকাতা বিমানবন্দরে বিমানের চাকা ফেটে দুর্ঘটনা। শনিবার রানওয়ের দিকে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনাটি। এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানে দুর্ঘটনা বলে খবর। রানওয়ের দিকে যাওয়ার সময় পাইলট জানান, বিমানে যান্ত্রিক ত্রুটির জন্য সে পার্কিং ওয়েতে ফিরতে চায়। ATC-র অনুমতি পেয়ে পার্কিং-বেতে ফেরার সময়ই ফেটে যায় বিমানের একটি চাকা। ট্যাক্সিং করার সময় দুর্ঘটনা হওয়ার ফলে টাক্সিং-বেতে দাঁড়িয়ে পড়ে বিমানটি। যদিও যাত্রীদেরর কোনও ক্ষতি হয়নি বলেই খবর। তবে দীর্ঘক্ষণ টাক্সিং-বেতে আটকে থাকে বিমানটি। 

গতকালও বিমানে বিপত্তি ঘটেছিল। মাঝ আকাশেই হৃদরোগে আক্রান্ত হন পাইলট। মাসকট থেকে ঢাকাগামী বিমানে আতঙ্ক। সহকারী পাইলটের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। এদিন কলকাতার আকাশসীমায় ঢোকার পর হৃদরোগে আক্রান্ত হন আন্তর্জাতিক উড়ানের পাইলট। কলকাতা এটিসি-র সহায়তায় নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করান সহকারী পাইলট। 

ম্যাসকট থেকে ঢাকা যাওয়ার পথে বিমানে বিপত্তি। মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত হন পাইলট। কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের তত্‍পরতায় কোনওরকমে রক্ষা। নাগপুর বিমানবন্দরে অবতরণ বিমানের। শুক্রবার বেলা পৌনে ১২টা নাগাদ এই ঘটনা ঘটেছে।  কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, কলকাতার আকাশসীমায় ঢোকার পর বিমান বাংলাদেশের বোয়িং ৭৩৭-এর  পাইলট হৃদরোগে আক্রান্ত হন।  তিনি প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। বিমানটি তখন ছত্তীসগড়ের রায়পুরের আকাশে।

বিমানের কো পাইলট যোগাযোগ করেন কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। পরিস্থিতি তখন গুরুতর। কো পাইলট প্রচণ্ড মানসিক চাপে পড়ে গেছেন। তখন কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশে রায়পুর থেকে বিমানটিকে কাছাকাছি নাগপুর বিমানবন্দরে যেতে বলা হয়। এরপর কো পাইলট কোনও রকমে নাগপুর বিমানবন্দরের রানওয়েতে বিমানটিকে নামান।

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বিমানের বাংলাদেশী পাইলটকে ভর্তি করা হয়েছে নাগপুরের এক হাসপাতালে।

মাঝ আকাশে পাইলটের হৃদরোগে আক্রান্ত হওয়া বা কো পাইলটের বিমান অবতরণ করানোর মতো ঘটনা এ দেশে খুব একটা ঘটেনি বলেই জানিয়েছেন পাইলটদের একাংশ।  

Source: https://bengali.abplive.com/news/kolkata/kolkata-airport-plane-s-wheel-ruptured-at-the-airport-831673