Mamata Banerjee on Twitter: ভারত সেরাদের তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছাবার্তা – ABP Ananda

কলকাতা নিউজ

কলকাতা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক। সাংহাই র‍্যাঙ্কিং ২০২১-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদালয়গুলির মধ্যে অন্যতম কলকাতা বিশ্ববিদ্যালয়। সেই তালিকায় নাম রয়েছে দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের। যে তালিকায় বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ঠিক পরেই দ্বিতীয়স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর এই সাফল্যের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ২০২১-এর অ্যাকাডেমিক র‍্যাঙ্কিং অনুযায়ী, ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদালয়গুলির মধ্যে একটি কলকাতা বিশ্ববিদ্যালয়। এই খবর শেয়ার করতে পেরে খুবই আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাকর্মী ও সমস্ত পড়ুয়াদের শুভেচ্ছা। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকে জানানো হয়েছে, দ্য অ্যাকাডেমিক র‍্যাঙ্কিং অফ ইউনিভার্সিটিস তথা সাংহাই র‍্যাঙ্কিং ২০২১ আজ প্রকাশিত হয়েছে। যে তালিকায় ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় স্থান করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আইআইএসসি ব্যাঙ্গালোর, ভারতের বিভিন্ন আইআইটি সহ ১৪টি বিশ্ববিদ্যালয় ভারত থেকে স্থান পেয়েছে যে তালিকায়। বিশ্বের সেরা ১০০০টি বিশ্ববিদ্যালয় নিয়ে যে তালিকা প্রকাশিত হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া দারুণ গর্বের মুহূর্ত, স্বাধীনতা দিবসের দিনে যা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলের আনন্দ বাড়িয়েছে।

দ্য অ্যাকাডেমিক র‍্যাঙ্কিং অফ ইউনিভার্সিটিস তথা সাংহাই র‍্যাঙ্কিং ২০২১-এর তালিকা অনুযায়ী বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও বেণারস হিন্দু ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট (আইআইটি) অফ খড়গপুর, আইআইটি মাদ্রাজ, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আইআইটি রুরকি ও ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ রয়েছে যে তালিকায়। 

সাংহাই র‍্যাঙ্কিং ২০২১-এর তালিকা বিশ্বব্যাপী ক্রমতালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় রয়েছে দুই নম্বরে। ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, ম্যাসাচুসেট ইনস্টিটিউঠ অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে, প্রাইসটোন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড,  কলম্বিয়া ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ও ইউনিভার্সিটি অফ শিকোগো রয়েছে প্রথম দশ বিশ্ববিদ্যালয়ের তালিকায়।

Education Loan Information:
Calculate Education Loan EMI

Source: https://bengali.abplive.com/education/academic-ranking-of-world-universities-informed-wb-government-that-calcutta-university-is-one-of-top-ranking-universities-in-india-829279