এবার স্লট বুকিং ছাড়াই ষাটোর্ধ্বদের Vaccine, ঘোষণা কলকাতা কর্পোরেশনের – Zee ২৪ ঘণ্টা

কলকাতা নিউজ

নিজস্ব প্রতিবেদন: ষাটোর্ধ্বদের টিকাকরণের ক্ষেত্রে এবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশন। শনিবার পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ঘোষণা করেন, এবার থেকে স্লট বুক না করেই টিকা নিতে পারবেন ষাটোর্ধ্ব ব্য়ক্তিরা৷ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুরনিগমের যেকোনও স্বাস্থ্যকেন্দ্র থেকে তাঁরা টিকা নিতে পারবেন৷

এছাড়া ফিরহাদ হাকিম আরও জানান, ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরা দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে টিকা নিতে পারবেন৷ সেক্ষেত্রে তাঁদের পুরসভার নির্দিষ্ট নম্বরে স্লট বুক করেই টিকা নিতে হবে৷ কলকাতা কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানের ঘোষণা, পুরনিগমের মেগা সেন্টারগুলিতে প্রত্যেকদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত পরিচারিকা, হকার ও দোকানদারদের টিকা দেওয়া হবে৷ সাউথ সিটি, রক্সি সিনেমা হল-সহ বহু এলাকায় রয়েছে কলকাতা কর্পোরেশনের এই মেগা সেন্টারগুলো৷    

আরও পড়ুুন: আমার উপরে রাগ থাকলে বাংলার জন্য প্রধানমন্ত্রীর পা ধরতে পারি: Mamata

আরও পড়ুুন: নন্দীগ্রামে আমার কাছে হেরেছেন বলে বিরোধী দলনেতাকে মর্যাদা দিতে পারছেন না: Suvendu

ফিরহাদ হাকিম জানান, কলকাতা কর্পোরেশনের ১৬টি বোরোতে আপাতত ১৬টি অক্সিজেন পার্লার খোলা হবে৷ বেহালা পলিটেকনিক কলেজে আগামী সপ্তাহ থেকে শুরু হবে ১০০ বেডের সেফ হোম৷

Source: https://zeenews.india.com/bengali/kolkata/above-60-persons-can-get-vaccine-without-booking-slot-kolkata-municipal-corporation-announces_383599.html