সাকিবের কলকাতার আরেক সতীর্থ ‘পজিটিভ’ – Bangla Tribune

কলকাতা নিউজ

করোনাভাইরাসের থাবায় স্থগিত করা হয়েছে আইপিএল। খেলা বন্ধ থাকলেও সংক্রমণ থামছে না! সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স দিয়েই আইপিএলে পাওয়া গিয়েছিল করোনার অস্তিত্ব। সেই কলকাতারই আরেক খেলোয়াড় টিম সেইফার্টের শরীরে পাওয়া গেছে প্রাণঘাতী ভাইরাস। নিউজিল্যান্ডের অন্য খেলোয়াড়রা চার্টার্ড বিমানে দেশে ফিরলেও যেতে পারছেন না এই ব্যাটসম্যান।

ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়েরা বাদে নিউজিল্যান্ডের অন্যরা ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন। সেই তালিকায় ছিলেন সেইফার্টও। কিন্তু দেশে ফেরার আগে দুই দফা পিসিআই টেস্টে পজিটিভ ফল আসায় কলকাতা ব্যাটসম্যানের আপাতত নিউজিল্যান্ডে যাওয়া হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

সেইফার্ট এখন আহমেদাবাদে আইসোলেশনে থাকবেন। পরে তাকে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দিতে নেওয়া হবে চেন্নাইয়ে। সেখানে সুস্থ হওয়ার পরই মিলবে দেশে ফেরার ছাড়পত্র।

নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারত ছাড়ার আগে দুই দফা পিসিআই পরীক্ষায় ব্যর্থ হয়েছেন সেইফার্ট। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করা এই খেলোয়াড়কে তাৎক্ষণিত চলে যেতে হয়েছে কোয়ারেন্টিনে। চিকিৎসা চলাকালীন কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এলে তাকে নিউজিল্যান্ডে পাঠানো হবে। এবং ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে।’

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান ডেভিড ওয়াইটের আশা, চেন্নাইয়ে সেরা চিকিৎসাই পাবেন সেইফার্ট।

আইপিএলে প্রথম করোনা থাবা বসেছিল কলকাতায়। সেইফার্ট ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় খেলোয়াড় হিসেবে পজিটিভ হলেন। এর আগে আক্রান্ত হয়েছিলেন সন্দীপ ওয়ারিয়ের ও বরুণ চক্রবর্তী।

এদিকে নেগেটিভ হয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান নিশ্চিত করেছেন বিষয়টি। নেগেটিভ হলেও চেন্নাইয়ের হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যানকে।

Source: https://www.banglatribune.com/679880/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%A4%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5-%E2%80%98%E0%A6%AA%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E2%80%99