কোকেনকাণ্ডে নাম নেই পামেলার, ৭৪ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ – News18 বাংলা

কলকাতা নিউজ

ARPITA HAZRA

#কলকাতা:   নিউ আলিপুর কোকেন কাণ্ডে কলকাতা  পুলিশ এন্টি নারকোটিকস বিভাগ  ৭৪ দিনের  মাথায় চার্জশিট জমা দিল | চার্জশিটে   নাম নেই বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী, পামেলার বন্ধু   প্রবীর দে ও নিরাপত্তারক্ষী  সোমনাথ গোস্বামীর | এই তিনজনকে কার্যত  ক্লিনচিট  দেওয়া হল চার্জশিট থেকে |   পামেলার আইনজীবী  কৈলাশ তামুলী জানান, পামেলাকে  ফাঁসানো হয়েছিল |  তদন্তে  উঠে এসেছে সবটাই | তাই পামেলা সহ তিন জনের নাম নেই চার্জশিটে |

পুলিশ  সূত্রে খবর, চার্জশিটে নাম রয়েছে মোট আট অভিযুক্তর | আদালত  সূত্রে খবর, চার্জশিটে আট জনের নাম হল রাকেশ সিং, জিতেন্দ্র কুমার সিং, সুরাজ কুমার সা, আরিয়ান দে, অমৃতা সিং, দেইম আখতার, ফারহান আহমেদ ও  অমৃত রাজকে পলাতক দেখানো হয়েছে |  অর্থাৎ  এই আট  জনের চার্জশিটে  নাম রয়েছে |  এদের মধ্যে একজনকে পলাতক  হিসাবে উল্লেখ করা হয়েছে  চার্জশিটে | সোমবার  আলিপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত মুখোপাধ্যায়। এজলাসে জমা পড়ল চার্জশিট |  নারকোটিকস  কোর্ট বন্ধ থাকায় ওই চার্জশিট  আলিপুর সিজেএম  কাছে পেশ করা হয় | নারকোটিকস আদালতে এরপর ওই চার্জশিট  ফরওয়ার্ড করা হবে বলে আদালত সূত্রে খবর | পামেলার বাবা কৌশিক গোস্বামীর দাবি, তাদের মেয়ে পামেলাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে রাকেশ সিং |  তার উপযুক্ত শাস্তির দাবি করেছেন  |

পুলিশ  সূত্রে খবর, প্রায় বারোশো পাতার এই চার্জশিট  আলিপুর আদালতে পেশ করা হয় কলকাতা পুলিশের এন্টি নারকোটিকস  বিভাগের পক্ষ থেকে | এ ছাড়া আশি জন সাক্ষী রয়েছে এই ঘটনায় |  ধৃতদের বিরুদ্ধে, মাদক আইন  সহ একাধিক ধারায় মামলা উল্লেখ চার্জশিটে |

পুলিশ  সূত্রে খবর, গত  ১৯ ফেব্রুয়ারী  ঘটনাটি ঘটে নিউ আলিপুরে |  একটি নামী রেস্তোরা  সামনে গাড়ি নিয়ে আসতেই পুলিশ ঘিরে ফেলে পামেলা ও তার  সঙ্গীদের |  গাড়ি থেকে  উদ্ধার হয় কোকেন  |  সেই ঘটনায় পামেলা ও প্রবীর, সোমনাথকে গ্রেফতার করে নিউ আলিপুর  থানা | এরপর  জেরা করে রাকেশ সিং সহ বাকি অভিযুক্তদের গ্রেফতার  করে কলকাতা পুলিশ | পুলিশের দাবি, রাকেশ সিং, মূলত  সুইটি ও অন্য দুই মাদক বিক্রেতার থেকে কোকেন  এনেছিল | পামেলার গাড়িতে প্ল্যান  করে কোকেন  রেখেছিল পলাতক অমৃত রাজ | এ ছাড়াও অমৃত বাকি অভিযুক্তদের বিভিন্ন ভাবে সাহায্য  করেছিল |  তার খোঁজে তল্লাশি করছে গোয়েন্দারা | কোকেনের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য  ছড়ায় রাজনৈতিক  মহলে | অবশেষে  চুয়াত্তর দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ |

Source: https://bengali.news18.com/news/kolkata/kolkata-police-has-filed-a-charge-sheet-in-the-new-alipore-cocaine-case-after-74-days-sr-592860.html