ঠান্ডায় কাঁপছে কলকাতা! সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস – News18 Bangla

কলকাতা নিউজ

•মঙ্গলবার থেকে শৈত্যপ্রবাহ চলবে উত্তর-পশ্চিম ভারতে। চরম শৈত্যপ্রবাহের সম্ভাবনা পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে। শৈত্যপ্রবাহে কাঁপবে রাজস্থান ও পশ্চিম উত্তরপ্রদেশও। শৈত্য প্রবাহ হবে সৌরাষ্ট্র ,কচ্ছ এবং মধ্যপ্রদেশে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই গ্রাউন্ড ফ্রস্টের পরিস্থিতি হবে উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ , পাঞ্জাব , হরিয়ানা,চণ্ডীগড় , দিল্লি এবং পশ্চিম মধ্য প্রদেশে। সোম ও মঙ্গলবারে এই পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোল্ড-ডে পরিস্থিতি থাকবে পাঞ্জাব হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তর রাজস্থানে।

Source: https://bengali.news18.com/photogallery/kolkata/coldest-day-in-kolkata-minimum-temperature-drops-to-11-point-2-degree-pbd-540780.html